X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মাতৃমৃত্যুর হার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৭, ২০:৩৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ২০:৩৭





স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি) বাংলাদেশে গত এক দশকে মাতৃমৃত্যুর হার ৪০ শতাংশ কমেছে। আর এ হার কমানোর ক্ষেত্রে পরিবার পরিকল্পনা কর্মসূটির অবদান প্রায় ২৫ শতাংশ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘বর্তমানে দক্ষ সেবাদানকারীর সহায়তার প্রায় ৫০ শতাংশ প্রসব হচ্ছে। অথচ ২০১০ সালে এ হার ছিল মাত্র ২৭ শতাংশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ২০৩০ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার ৭০-এ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি।’

বুধবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ফয়েজ আহম্মদ, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সরোয়ারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, জনগণকে প্রত্যাশা অনুযায়ী সেবা দেওয়া, সেবা নিতে উদ্বুদ্ধ করা এবং প্রতিটি কর্মীকে সেবা দিতে আরও উৎসাহিত হওয়ার জন্য পরিবার পরিকল্পনা অধিদফতর প্রতি বছর সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করে থাকে। এরই অংশ হিসেবে আগামী ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ। এ সময় দেশব্যাপী সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে বিভাগ ও জেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও প্রেস ব্রিফিং এবং উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা হবে।
‘পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ প্রচার সপ্তাহ শেষ হবে আগামী ৪ জানুয়ারি।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ‘পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের যৌথ স্বাক্ষরে একটি নির্দেশনামূলক পত্র মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে, যাতে স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীরা পরিবার পরিকল্পনার মাঠকর্মীদের সঙ্গে একযোগে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হন। সেবা সপ্তাহে প্রতিদিন মাঠ পর্যায়ে প্রতিটি সেবাকেন্দ্রে পরিবার পরিকল্পনার বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং গর্ভবতী মায়েদের চেকআপ ও ডেলিভারি সেবা দেওয়া হবে। এ জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মাতৃমৃত্যুর হার কমিয়ে পরিকল্পিত পরিবার গড়তে প্রথমে বাল্যবিয়ে কমাতে হবে। আমাদের চেষ্টা থাকবে শূন্যের কোঠায় নামিয়ে আনা। যদিও এটা অনেক রয়েছে।’
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘পরিবার পরিকল্পনার উপকরণ গ্রহণের হার ৬২ শতাংশ থেকে ৭০ শতাংশের ওপরে নিয়ে যেতে হবে। গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে হবে। এখনও প্রায় ১৮ শতাংশ মা অপুষ্টিতে ভোগেন। এতে খর্বাকায় শিশুর জন্ম হচ্ছে। যানবাহনের জন্য অনেক মা হাসপাতাল কিংবা ক্লিনিকে আসতে পারে না, এ জন্য মাতৃমৃত্যুর হার বৃদ্ধি পায়। সিজারিয়ান ডেলিভারি আমরা কমাতে চাচ্ছি। এ বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি। সরকারের সার্কুলার আছে, যেখানে সরকারের গাড়ি বা অ্যাম্বুলেন্স আছে— তারা যেকোন সময় বিনামূল্যে গর্ভবতী মায়েদের পরিবহন করবে।’

 

/এসএনএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!