X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিএনপিকে নিয়েই অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললেন সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৮, ১৬:৪৭আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৬:৫২

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে নিয়েই আগামীতে অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আগামী নির্বাচন ভালো নির্বাচন হবে। বিএনপির ভয়ের কোনও কারণ নেই। অংশগ্রহণমূলক নির্বাচন হবে। অংশগ্রহণমূলক মানে বিএনপিকে বাদ দিয়ে নয়।’

সোমবার (১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়কালে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বছরটি নতুন হলেও প্রত্যাশা পুরাতন। অনেক আগের প্রত্যাশা। নতুন কোনও প্রত্যাশা নেই। প্রত্যাশা বাড়তে পারে। এক্ষেত্রে চ্যালেঞ্জ বেশি। রাজনৈতিক সংকটের সময় যারা আতঙ্কের ছবি দেখেন, সে ছবি নতুন নয়। নির্বাচন নিয়ে যেকোনও অনিশ্চয়তা, ঘন মেঘ, ঘন কুয়াশা ও অন্ধকার কেটে যাবে। আমরা সূর্যের আলো দেখতে পাবো। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে।’

তিনি আরও বলেন, ‘নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর যে নির্বাচনগুলো হয়েছে, সেখানে তাদের ভূমিকা প্রশংসার দাবি রাখে। তারা অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। ওইসব নির্বাচনে সরকার হস্তক্ষেপ করেনি। আগামী নির্বাচনেও ক্ষমতাসীন সরকার রুটিন ওয়ার্ক করবে এবং নির্বাচন কমিশনকে সহায়তা করবে। আইন-শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে। তখন সরকারের কথা তারা শুনবে না। কাজেই বিএনপির ভয় পাওয়ার কোনও কারণ নেই।’

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের উদাহরণ দিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘রংপুরের নির্বাচন নিয়ে বিএনপির নিজেরদের মধ্যেই মতবিরোধ আছে। কেউ বলেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে, কেউ বলেছেন কারচুরি হয়েছে। তারা নিজেরাই একমত না।’

তিনি আরও বলেন, ‘যে যা-ই বলুক নির্বাচনে বিএনপিকে আসতেই হবে এবং তারা আসবেই। ভুলের পুনরাবৃত্তি তারা করবে না। বিএনপি একটি বড় দল, নির্বাচনে না এসে তারা তাদের অস্তিত্বকে ঝুঁকিতে ফেলবে, এমন বিশ্বাস কেউ করে না। নির্বাচনে তারা আসবে, আমরা সেটা জানি।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমি শেখ হাসিনাকে যতটুকু চিনি তাতে বলতে পারি, তিনি কোনও নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলেও হস্তক্ষেপ করেন না। জোর করে ক্ষমতায় থাকার ইচ্ছা শেখ হাসিনার নেই। বিএনপিকে মানুষ কেন ভোট দেবে? তাদের কোনও কাজ আছে, যা তারা ক্ষমতায় এসে করবে? তাদের কি কোনও অতীত আছে? তাদের অতীত কলঙ্কিত। ক্ষমতায় এসে তারা কী করবে? তারা কি হাওয়া ভবন দেখাবে? আমাদের কাজ আছে, আমাদের উন্নয়ন আছে। আমাদের নেত্রীর সততা আছে, যা বিশ্বব্যাপী সমাদৃত। পৃথিবী সেটা জানে।’

 

/এসআই/এসএনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা