X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঘুষের মামলায় নাজমুল হুদাকে আত্মসমর্পণ করতেই হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৮, ১০:০৭আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১০:১৬

নাজমুল হুদা, ফাইল ছবি ঘুষের মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা আত্মসমর্পণ না করে আপিলের অনুমতি চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তাকে আত্মসমর্পণ করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

রবিবার (৭ জানুয়ারি) দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। পরে তিনি বলেন, ঘুষের এক মামলায় নাজমুল হুদা আপিলের জন্য এফিডেবিট করতে অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে এ মামলার হাইকোর্টের রায় পাওয়ার ৪৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে।

এর আগে গত ২ জানুয়ারি নাজমুল হুদার আবেদনের শুনানির পর আদালত তার উদ্দেশে বলেন, ‘আপনি যা চেয়েছেন তা দিতে পারবো না। হাইকোর্টের আদেশে রায় হওয়ার পর আত্মসমর্পণ করতে বলা হয়েছে।’ 

এসময় তিনি আদালতকে বলেন, হাইকোর্টের আদেশ এখনও পরিপক্ক হয়নি।

তখন আদালত বলেন, আদেশে বলে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। আপনি আত্মসমর্পণ করুন। আপনি যতক্ষণ না আত্মসমর্পণ করেন ততক্ষণ আপনার আবেদন শুনবো না।

এরপর আদালত এ বিষয়ে আদেশের জন্য আজ রবিবার দিন ধার্য করেন।

এর আগে গত ৮ নভেম্বর ঘুষ নেওয়ার এক মামলায় নাজমুল হুদার সাত বছরের সাজা কমিয়ে চার বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। একইসঙ্গে তার স্ত্রী সিগমা হুদাকে এ মামলায় তিন বছরের দণ্ড দিয়েছিল বিচারিক আদালত।

এই রায়ের অনুলিপি যেদিন বিচারিক আদালতে পৌঁছাবে সেদিন থেকে ৪৫ দিনের মধ্যে নাজমুল হুদাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২১ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক শরিফুল ইসলাম ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন।

 

 

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা