X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

ঘুষের মামলায় নাজমুল হুদাকে আত্মসমর্পণ করতেই হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৮, ১০:০৭আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১০:১৬

নাজমুল হুদা, ফাইল ছবি ঘুষের মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা আত্মসমর্পণ না করে আপিলের অনুমতি চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তাকে আত্মসমর্পণ করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

রবিবার (৭ জানুয়ারি) দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। পরে তিনি বলেন, ঘুষের এক মামলায় নাজমুল হুদা আপিলের জন্য এফিডেবিট করতে অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে এ মামলার হাইকোর্টের রায় পাওয়ার ৪৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে।

এর আগে গত ২ জানুয়ারি নাজমুল হুদার আবেদনের শুনানির পর আদালত তার উদ্দেশে বলেন, ‘আপনি যা চেয়েছেন তা দিতে পারবো না। হাইকোর্টের আদেশে রায় হওয়ার পর আত্মসমর্পণ করতে বলা হয়েছে।’ 

এসময় তিনি আদালতকে বলেন, হাইকোর্টের আদেশ এখনও পরিপক্ক হয়নি।

তখন আদালত বলেন, আদেশে বলে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। আপনি আত্মসমর্পণ করুন। আপনি যতক্ষণ না আত্মসমর্পণ করেন ততক্ষণ আপনার আবেদন শুনবো না।

এরপর আদালত এ বিষয়ে আদেশের জন্য আজ রবিবার দিন ধার্য করেন।

এর আগে গত ৮ নভেম্বর ঘুষ নেওয়ার এক মামলায় নাজমুল হুদার সাত বছরের সাজা কমিয়ে চার বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। একইসঙ্গে তার স্ত্রী সিগমা হুদাকে এ মামলায় তিন বছরের দণ্ড দিয়েছিল বিচারিক আদালত।

এই রায়ের অনুলিপি যেদিন বিচারিক আদালতে পৌঁছাবে সেদিন থেকে ৪৫ দিনের মধ্যে নাজমুল হুদাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২১ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক শরিফুল ইসলাম ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন।

 

 

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারীবিষয়ক সংস্কার কমিশনকে ঘিরে বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে ১১০ নাগরিকের বিবৃতি
নারীবিষয়ক সংস্কার কমিশনকে ঘিরে বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে ১১০ নাগরিকের বিবৃতি
বাজেটে এবার কতটা বাড়বে নিত্যপণ্যের দাম?
বাজেটে এবার কতটা বাড়বে নিত্যপণ্যের দাম?
বাজেটে এবার কতটা বাড়বে নিত্যপণ্যের দাম?
বাজেটে এবার কতটা বাড়বে নিত্যপণ্যের দাম?
আ.লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকার
আ.লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকার
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র