X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

তীব্র শীতে বাড়ছে শিশুদের রোগ

তাসকিনা ইয়াসমিন
০৮ জানুয়ারি ২০১৮, ১১:৩৯আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৮:৪২




শিশু হাসপাতালে অসুস্থ শিশুদের ভিড় বেড়েছে দুই বছর বয়সী আসমার সর্দি-কাশির সঙ্গে জ্বর। গত কয়েকদিন ধরে জ্বর ভালো হচ্ছে না। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এসেছেন মা আফরোজা বানু। তিনি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘বাচ্চাকে তো সাবধানেই রাখি। এরপরও শীত এলে একটু অসুখ-বিসুখ হয়ই।’ একই অবস্থা মালেকের। তিন বছর বয়সী এই শিশুও সর্দি-কাশিতে ভুগছে।

পৌষের হিমেল হাওয়ার সঙ্গে তীব্র শীতে কাবু হয়ে পড়েছে শিশুরা। এ কারণে তারা আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে। চিকিৎসকরা জানাচ্ছেন, শীতকালে কনকনে ঠাণ্ডা বাতাসের কারণে বড়দের মতো শিশুরাও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে তাদের সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, ডায়রিয়ার প্রকোপ রয়েছে।

শিশু হাসপাতালে ভর্তি এক শিশু ঢামেক হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রফেসর ড. শাহনূর ইসলাম জানান, শীত মৌসুমে শিশুর শ্বাসকষ্ট, অ্যাজমা, রেস্পিরেটরি অসুখ বেড়ে যায়। অন্যান্য সমস্যাও বাড়ে। তিনি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘আমার এখানে তো অপারেশনের রোগী বেশি। শীতজনিত অসুখের কারণে অপারেশন পিছিয়ে যায়। গত ৪ জানুয়ারি আমার একটি মেয়ে শিশুর অপারেশন করার কথা ছিল। কিন্তু তার ঠাণ্ডা লেগে গেছে। সুস্থ না হওয়া পর্যন্ত তার অপারেশন করা যাবে না। তার মাকে বুঝিয়ে বলেছি এরপরও তার বাবাকে সঙ্গে নিয়ে এসেছে মা। তারা অনুরোধ করছে, অপারেশনটা যেন দ্রুত করি। কিন্তু এক্ষেত্রে আমাদের করার কিছু থাকে না।’

প্রফেসর ড. শাহনূর ইসলামের ভাষ্য, ‘আগের দিন দেখে গেছি ভালো, কিন্তু অপারেশন থিয়েটারে নেওয়ার পর দেখি জ্বর, এমন অনেক রোগীও পাই। তখন অপারেশন বন্ধ রাখতে হয়। কারণ সে সুস্থ না থাকলে এনেসথেসিয়া দেওয়ার পর তার মৃত্যুও ঘটতে পারে।’

পেডিয়াট্রিক সার্জারি বিভাগের এই চিকিৎসক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মা-বাবাদের এই সময়ে শিশুদের বিশেষ যত্ন নেওয়ার কথা বলি যেন তাদের ঠাণ্ডা-সর্দি না লাগে। কারণ একবার ঠাণ্ডা লাগলে কমপেক্ষ ১৪ দিনের আগে সুস্থ হয় না। আর এতদিন হাসপাতালে রাখাও যায় না। কারণ এখানে অনেক রোগীর জন্য অনেক ঝুঁকি থাকে। রোগীর সুস্থতার জন্যই তখন ছুটি দিয়ে দিতে হয়।’


চিকিৎসকদের কক্ষের সামনে রোগী ও স্বজনদের লম্বা লাইন সেন্টার ফর ওমেন অ্যান্ড চাইল্ড হেলথ ও গ্রিন লাইফ মেডিক্যাল কলেজের প্রফেসর ডা. সুফিয়া খাতুন জানান, শীতকালে শিশুদের ঠাণ্ডাজনিত রোগ বেশি হয়। সর্দি-কাশির সংক্রমণের কারণে ইনফ্লুয়েঞ্জা হতে পারে। আবার এগুলো বেড়ে গিয়ে ব্রংকিওলাইটিস থেকে নিউমোনিয়াও হয়। এ সময় শিশুদের অ্যাজমা বেড়ে যায়। ত্বকের সমস্যা ও অ্যালার্জি দেখা দেয়। একইসঙ্গে এই সময় শিশুদের প্রচুর ডায়রিয়া হয়।

ডা. সুফিয়া খাতুন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘হাসপাতালগুলোতে এখন প্রচুর ডায়রিয়ার রোগী ভর্তি হচ্ছে। এই শীতে শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপ বেশি থাকে। কারও মলমূত্রের সঙ্গে রক্তও দেখা যায়। অনেক শিশু বমি করে। যেসব শিশুর ডায়রিয়া হালকা তাদের স্যালাইন দিচ্ছি আমরা। আবার জরুরি চিকিৎসার দরকার হলে তাদের হাসপাতালে ভর্তি করানো হচ্ছে।’

তীব্র শীতে শিশুদের অসুস্থতার ক্ষেত্রে ডা. সুফিয়া খাতুনের পরামর্শ, বেশি বমি হলে স্যালাইন না খাইয়ে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তার কথায়, ‘সবচেয়ে বেশি অসুবিধা হয় এখনও অনেকে ওরস্যালাইন বানাতে শেখেননি। এ কারণে বেশি পানি দিয়ে কেউ বানিয়ে শিশুকে খাওয়ায়। অনেক সময় অর্ধেক প্যাকেট করে স্যালাইন বানায়। বাসায় তো প্যাকেটের অর্ধেক মাপ ঠিকমতো হয় না। তখন শিশুর জন্য এটা বেশি ঘন হয়ে যায়। তখন বিপদ হয়। এটা হলে হাইপারনেট্রিয়া হয়ে শিশুর মৃত্যুও হতে পারে। আমরা অভিভাবকদের পরামর্শ দেই, শিশুর জন্য যেন স্যালাইন ঠিকমতো বানানো হয়। প্যাকেটের নির্দেশিত পরিমাণ যেন ঠিক থাকে।’

চিকিৎসকের জন্য অপেক্ষমাণ শিশুসহ স্বজনরা তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিডেন্ট মেডিক্যাল অফিসার ডা. আব্দুল্লাহ আল মারুফ বলেন, ‘শিশুদের শ্বাসকষ্টের সমস্যার ক্ষেত্রে অভিভাবকদের জন্য এই চিকিৎসকের পরামর্শ হলো, দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে। এর মাধ্যমে ডায়াগনোসিস করে চিকিৎসা দেওয়া সম্ভব হয় তাকে। তিনি বললেন, ‘শীতকালে সাধারণত শিশুদের সর্দি-কাশি ও ব্রংকিওলাইটিস রোগ  বেশি হয়। এক্ষেত্রে শিশুর চিকিৎসা না হলে নিউমোনিয়া বেশি হয়। আমরা অভিভাবকদের এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বলি। সর্দি-কাশি হলে তারা যেন খেয়াল রাখে,এর সঙ্গে জ্বর ও শিশুর পেট ওঠানামা বেড়ে যাচ্ছে কিনা।’

তিনি আরও বলেন, ‘শীতকালে নবজাতক শিশুর জন্য সবচেয়ে আরামের জায়গা হলো মায়ের কোল। মায়ের বুকেই শিশু সবচেয়ে বেশি নিরাপদ থাকে। এক্ষেত্রে যেসব মায়েরা গৃহিণী তাদের সন্তানরা বেশি সুবিধা পায়। তবে যারা কর্মজীবী তাদেরকে শিশুদের ব্যাপারে সচেতন থাকতে হয় সবসময়।’
ছবি: নাসিরুল ইসলাম

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন