X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়ে বাসা ভাড়া নেয় তিন 'জঙ্গি'

আমানুর রহমান রনি
১২ জানুয়ারি ২০১৮, ১২:১৫আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১২:২৩

রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানা রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় ‘আত্মঘাতী’ হওয়া তিন জঙ্গি গত ৪ জানুয়ারি বাসাটি ভাড়া নেয়। ভাড়া নেওয়ার সময় তারা ভুয়া জাতীয় পরিচয়পত্র জমা দেয় বলে জানিয়েছে র‌্যাব। ঘটনাস্থলে পাওয়া একটি ন্যাশনাল আইডি ও তার ফটোকপি দেখে র‌্যাব এই সন্দেহ প্রকাশ করেছে।  

শুক্রবার সকালে ঘটনাস্থলের কাছে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা জাহিদ নামে একটি জাতীয় পরিচয়পত্র ভেতরে পেয়েছি। তবে এটা আসল কিনা নিশ্চিত না। একই জাতীয় পরিচয়পত্রের ফটোকপিতে অন্য নাম। ফটোকপিতে লেখা সজীব। তাই আমরা ধারণা করছি জাতীয় পরিচয়পত্রটি ফেক (ভুয়া)।’

ডিজি বলেন, ‘নিহত তিনজনই পুরুষ। তাদের বয়স ২০/৩০ বছরের মধ্যে। এ মাসের ৪ তারিখ তারা রুমটি ভাড়া নেয়। কিন্তু বাড়িওয়ালা জানেই না তার বাড়িতে নতুন মেম্বার উঠেছে। তিনি তার বাড়িটি ভাড়া দেওয়ার জন্য রুবেল নামে একজনকে দায়িত্ব দিয়ে রেখেছেন। রুবেলই মেস ভাড়া দিয়ে থাকে। আমি বাড়িওয়ালাদের অনুরোধ করবো ভাড়াটিয়া সম্পর্ক তথ্য রাখুন। সন্দেহ হলে আমাদের জানান।’ নাখালপাড়ায় র‌্যাবের ডিজি

গ্যাসের চুলার ভেতরে গ্রেনেড রেখে বিস্ফোরণের চেষ্টা

নিহত তিন জঙ্গি একটি গ্রেনেড চুলার ভেতরে রেখে গ্যাস ছেড়ে দিয়েছিল। তারা এটি বিস্ফোরিত করতে চেয়েছিল বলে জানিয়েছেন র‌্যাব ডিজি। তিনি বলেন, ‘জঙ্গিরা চুলার ভেতরে গ্রেনেড রেখে গ্যাস ছেড়ে দিয়ে আগুন জ্বালাতে চেয়েছিল। আল্লাহর রহমতে তারা সেটা পারেনি।’

আস্তানার ভেতর অবিস্ফোরিত ভেস্ট

নাখালপাড়ার জঙ্গি আস্তানার ভেতরে অবিস্ফোরিত ভেস্ট রয়েছে। যা নিষ্ক্রিয় করতে র‌্যাবের বোম্ব ডিসপোজাল টিম কাজ করছে। র‌্যাবের ডিজি বলেন, ‘জঙ্গিদের কাছে বিস্ফোরক, গ্রেনেড, জেল, পিস্তল ছিল। তারা রাতে আমাদের সদস্যদের গুলিও করেছে। কক্ষের ভেতরে এখনও অবিস্ফোরিত ভেস্ট আছে। একটি গ্রেনেড আছে। সেগুলো ঝুঁকিমুক্ত করার কাজ চলছে।’ রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানা

জঙ্গির দেহে অবিস্ফোরিত ভেস্ট

‘আত্মঘাতী’ হওয়া এক জঙ্গির শরীরে এখনও একটি অবিস্ফোরিত ভেস্ট রয়েছে। বেনজীর আজমেদ বলেন, ‘এই ভেস্ট নিষ্ক্রিয় করার কাজ চলছে। কাজ শেষ হলে আমরা থানা পুলিশকে সুরাতহালের জন্য ডাকবো। আমাদের ফরেনসিক টিম কাজ করবে। ক্রাইমসিনকে আসার জন্য অনুরোধ করছি।’

র‌্যাবের ডিজি বলেন, ‘বাংলাদেশ সন্ত্রাসীদের জন্য নিরাপদ নয়। শান্তিপ্রিয় ১৬ কোটি মানুষের জন্য বাংলাদেশ।’

তিনি বলেন, ‘নিহত জঙ্গিদের পরিচয় এখনই পাওয়া যায়নি। তাদের বিষয় তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

উল্লেখ্য, রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় ১৩/১ ঠিকানায় সাব্বির রহমানের ছয়তলা বাড়ির একটি মেস কক্ষে বৃহস্পতিবার দিনগত রাত ২টার অভিযান চালায় র‌্যাব। পরে তিন জঙ্গির লাশ পাওয়া যায়।

আরও পড়ুন- তিন জঙ্গি ‘আত্মঘাতী’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ