X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘নির্বাচন কমিশনের ওয়েবসাইট কেউ দুষ্টুমি করে হ্যাক করেছিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৮, ১১:৪৪আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১২:৪৪

নির্বাচন কমিশনের ওয়েবসাইট হ্যাক নির্বাচন কমিশনের ওয়েবসাইটের বাংলা অংশ হ্যাক করা হয়েছিল। শুক্রবার মধ্যরাতের দিকে সাইটটি হ্যাক করা হলেও শনিবার সকালে তা পুনরুদ্ধার করা হয়। নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ধরনের একটি ঘটনা ঘটেছে। কেউ দুষ্টুমি করে এটা করেছে হয়তো। আমরা এটাকে রিমুভ করেছি।’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি তাদের সার্ভারেই হোস্ট করা। ফলে তাদেরই সাইটটি দেখভাল করতে হয়। তিন দিন আগে আইসিটি বিভাগ থেকে নির্বাচন কমিশনকে সতর্ক করে বলা হয়েছিল তাদের সাইটটি ভালনারেবল। যেকোনও সময় হ্যাক হতে পারে। তারা যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এই হ্যাকিং এর ঘটনা ঘটেছে।’ তিনি আরও বলেন, ‘আমি যতদূর জানতে পেরেছি, জর্ডান থেকে সাইটটি হ্যাক করা হয়েছে।’

নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) এস এম আসাদুজ্জামান বলেন, ‘সাইটে একটু সমস্যা হয়েছিল, তা ঠিক হয়ে গেছে।’

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ) এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং তথ্যপ্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারি ওয়েবসাইটগুলোর নিরাপত্তা ব্যবস্থা এবং মেনটেইন্যান্স দুর্বল। এ কারণে হ্যাকারদের সহজ টার্গেট হয় সরকারি ওয়েবসাইটগুলো। দীর্ঘদিন ধরেই এরকমটা চলে আসছে। সাইটগুলোর নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা না গেলে ভবিষ্যতেও এরকম ঘটনা ঘটবে।’

তিনি আরও বলেন, ‘সরকারি সাইটগুলো হ্যাকারদের আক্রমণের লক্ষ্য থাকে এই কারণে যে সরকারি সাইট হ্যাক করলে সহজে লাইমলাইটে আসা যায় এবং কয়েকদিন আলোচনায় থাকা যায়। এছাড়াও সরকারি সাইটগুলোর প্রতি হ্যাকারদের একটি রাজনৈতিক আক্রোশ থাকে। সমসাময়িক দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুর কারণে ক্ষোভের জের ধরে হ্যাকাররা এই সাইটগুলো হ্যাক করে। এ কারণেই সরকারি ওয়েবসাইটগুলোর নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো জরুরি।’

 

/ইএইচএস/এইচএএইচ/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’