X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কর্মবিরতিতে যাচ্ছে সব পৌরসভা

শাহেদ শফিক
১৩ জানুয়ারি ২০১৮, ১৯:৪৬আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ২০:৩৬

১৩ নভেম্বর বান্দরবান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন (ফাইল ছবি)

সরকারি কোষাগার থেকে পেনশন ও বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার দাবিতে একযোগে কর্মবিরতিতে যাচ্ছে দেশের সবক’টি পৌরসভা। আগামী সোমবার (১৫ জানুয়ারি) সকাল ৬টা থেকে ১৬ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএপিএস) সভাপতি মো. আব্দুল আলিম মোল্লা ও সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম।

আব্দুল আলিম মোল্লা ও সহিদুল ইসলাম জানান, কর্মবিরতি পালনকালে শুধু পানি সরবরাহ স্বাভাবিক থাকবে। এছাড়া অন্যান্য সব সেবা বন্ধ রাখা হবে। সরকারি কোষাগার থেকে পেনশনসহ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার মানবিক দাবিতে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অংশ হিসেবে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মবিরতির কারণে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য পৌর নাগরিকদের কাছে দুঃখও প্রকাশ করেন তারা।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও যশোর পৌরসভার উচ্চমান সহকারী মো. সহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের ৩২৭টি পৌরসভার মধ্যে ২২৬টির বেতন-ভাতা অনিয়মিত। এসব পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের ২ থেকে ৫৮ মাসের বেতন-ভাতা বাকেয়া রয়েছে। এর মধ্যে বগুড়ার সান্তাহার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ৫৮ মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। সব মিলিয়ে পৌরসভাগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের ৫১৬ কোটি টাকার বকেয়া রয়েছে। বছরে সবক’টি পৌরসভার জন্য প্রয়োজন ৬২০ কোটি টাকা। এটা সামান্য। সরকার চাইলে এ টাকা সরকারি কোষাগার থেকে সরবরাহ করতে পারে।’

তিনি আরও জানান, ৩২৭টি পৌরসভায় মোট ৩২ হাজার ৫০০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এদের মধ্যে ৭৬৯ জন কর্মকর্তা-কর্মচারী অবসরে গেলেও এখন পর্যন্ত তাদের কেউই পেনশন পাননি। দেশের ইউনিয়ন পরিষদগুলোর কর্মকর্তা-কর্মচারীদের জন্য সরকারের পক্ষ থেকে ৭৫ শতাংশ বেতন-ভাতা পরিশোধ করা হলেও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ মাত্র দশমিক ৪ শতাংশ।

সভাপতি মো. আব্দুল আলিম মোল্লা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাজনৈতিক কারণে বিভিন্ন সময় পৌরসভা গঠিত হয়েছে। কিন্তু এসব পৌরসভার অধিকাংশের নিজস্ব আয় নেই। যে আয় হয়, তা উন্নয়ন কাজে খরচ হয়ে যায়। অনেক সময় কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হয় না।’

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘অবসরে যাওয়ার পর অনেক কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের পেনশনের টাকাটা জরুরি। বিভিন্ন সময় প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছি আমরা। দু’দিন আগেও প্রধানমন্ত্রীর একজন পিএসের সঙ্গে দেখা করেছি। তিনি বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।  আমরা এর সঠিক সমাধান চাই।’

ঘোষিত সময়ের মধ্যে যদি দাবি আদায় না হয় তাহলে চলতি মাসের শেষের দিকে ঢাকায় আমরণ অনশনসহ বৃহৎ কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আব্দুল আলিম মোল্লা।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী