X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভূমিধস রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার পরামর্শ অধ্যাপক জামিলুর রেজার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৮, ২১:৩৫আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ২১:৩৮

বক্তব্য রাখছেন জামিলুর রেজা চৌধুরী

সম্প্রতি ভূমিধসের ভয়াবহতা বেড়েছে উল্লেখ করে ভূমিধস রোধে কেবল সম্মেলন ও সুপারিশ না করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে দেশের পরিবেশবাদী সংগঠনগুলোকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উপদেষ্টা ও সাবেক সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।

শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) আয়োজিত ‘বন্যা, জলাবদ্ধতা ভূমিধস' শীর্ষক বিশেষ সম্মেলন-২০১৮ এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘আমি প্রথম চার বছর সভাপতি থাকাকালে প্রচুর সম্মেলন করেছি। তখনকার সরকারি ও বিরোধীদলকেও আমাদের সম্মেলনে এনেছি। আমরা পলিথিন ও সিসার ভয়ঙ্কর ব্যবহার সম্পর্কে তখন মন্ত্রণালয়কে বুঝাতে পেরেছিলাম বলে তারা ওইসময় কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল। কিন্তু সে বিষয়ে এখনও চূড়ান্ত সফলতা আসেনি।’

বাংলাদেশে পরিকল্পনা মাফিক উন্নয়ন সম্ভব জানিয়ে তিনি আরও বলেন, ‘এখন সরকারের বেশ কিছু নীতিমালাতেও পরিবেশ রক্ষার বিষয়টি ঢুকেছে, যা গত ১০-১৫ বছর আগে পরিকল্পনা কমিশনের মধ্যে ছিল না।’

দেশের একটি নির্দিষ্ট গোষ্ঠী প্রচুর ধন-সম্পদ অর্জন করেছে; এ গোষ্ঠীই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে বলেও অভিযোগ করেন তিনি।

নিজের একটি অভিজ্ঞতার কথা উল্লেখ করে জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘ঢাকা শহরে জলাবদ্ধতা নিরসনে কিছু পরিকল্পনা নেওয়া হয়েছিল। ২০১০ সালের ২২ জুন সরকার একটি গেজেটও প্রকাশ করেছিল। কিন্তু এখানকার ভূমি মালিকরা এতটাই প্রভাবশালী যে, তারা সরকারকে বোঝাতে সক্ষম হলো এবং সেই গেজেটের বাস্তবায়ন বন্ধ করে দিলো। তাই আমরা যে একটি শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে কাজ করছি, তা আমাদের মনে রাখতে হবে।’ তিনি বলেন, ‘বাপা ইতিমধ্যে সরকারের স্বীকৃতি পেয়েছে এবং পুরস্কারও লাভ করেছে।’

বাপা’র সঙ্গে যুক্ত বিভিন্ন জেলার পরিবেশবাদী সংগঠনের উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে জামিলুর রেজা বলেন, ‘সম্প্রতি ভূমিধসের ভয়াবহতা বেড়েছে। তাই ভূমিধসে প্রাথমিক সতর্কতার বিষয়ে আমরা কিছু উদ্যোগ নিতে পারি। এমনকি, বিশ্ববিদ্যালয়গুলোতেও এসব বিষয়ে পড়াশোনার ব্যবস্থা করতে পারি। ভূমিধস রোধে শুধু সম্মেলন আর সুপারিশ না করে কোন কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যায়, সে ব্যাপারেও চিন্তা করতে হবে।’

বাপার উপদেষ্টা বলেন, ‘দু-তিন দিন আগে সুন্দরবনের কটকা, কঁচিখালী গিয়েছিলাম। কিন্তু রামপালে যাওয়া হয়নি। জানলাম, সেখানে বিদ্যুৎকেন্দ্রের (কয়লাভিত্তিক) কাজ পুরোদমে চলছে। এ বিদ্যুৎকেন্দ্র নিয়ে ইউনেস্কোর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, এটা ঠিক হচ্ছে না। এ প্রতিবেদন অনুসারে রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে পরিবেশের যে একেবারেই ক্ষতি হচ্ছে না তা উড়িয়ে দেওয়া যায় না। তাই সবাইকে বলছি, সময় আছে এখনও তা বন্ধ করার।’

সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব স্থপতি ইকবাল হাবিবের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন– বাপার সহ-সভাপতি ড. নজরুল ইসলাম ও সম্মেলন প্রস্তুত কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ। এই সমাপনী অধিবেশন শেষে রঙমহল শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

 

/বিআই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি