X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সুনির্দিষ্ট সাংবিধানিক প্রস্তাব ছাড়া সংলাপ নয়: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৮, ১৫:২৭আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৭:১৮

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সংলাপে বসতে হলে বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্ট সাংবিধানিক প্রস্তাব আসতে হবে। কিন্তু তাদের কাছ থেকে সুনির্দিষ্ট সাংবিধানিক কোনও প্রস্তাব পাওয়া যায়নি। রূপরেখাহীন কোনও প্রস্তাব নিয়ে সরকার আলোচনায় বসবে না।’ রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকের সঙ্গে এক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সংলাপের দাবি তুলে বিএনপি আগামী নির্বাচনকে বানচাল করতে চায়। দেশে গণতন্ত্র, সংবিধান, সরকার সব কিছুই আছে। কাজেই সংলাপের কোনও প্রয়োজন নাই।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের মেগা প্রকল্পে দুর্নীতি খুঁজে লাভ নাই। বিশ্ব ব্যাংকও তা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। কিন্তু কিছুই পায় নাই।’

তিনি বলেন, ‘কালো কাচের ঘর থেকে বেরিয়ে আসুন। চোখের ওপর থেকে কালো চশমাটি সরিয়ে ফেলুন। তবেই সরকারের উন্নয়ন দেখতে পাবেন। শেখ হাসিনা সরকারের উন্নয়ন চোখে দেখা যায়, হাত দিয়ে ছোঁয়া যায়। নির্বাচন কমিশনে নিবন্ধন করা সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।’

ইনু অভিযোগ করেন, ‘বিএনপি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে এখনও আঁতাত করে চলেছে। তাদের রুখতে সমমনাদের সঙ্গে নিয়ে বসে আলোচনা করে উপায় বের করতে হবে। গণতন্ত্র নস্যাৎ করাই তাদের মূল উদ্দেশ্য।’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আপনারদের কারা কারা গুম হয়েছে তাদের তালিকা দেন আমরা ব্যবস্থা নেবো। হেফাজতও বলেছিল তাদের অনেক লোক মারা গেছে। আমরা তালিকা দিতে বলেছিলাম কিন্তু তারাও কোনও তালিকা দিতে পারে নাই।’

ইনু বলেন, ‘ব্যাংক লোপাট জিয়াউর রহমান, খালেদা জিয়া দু’জনের সময়ই হয়েছে। যারা লোপাট করেছে তারা রেহাই পেয়ে গেছে। কিন্তু শেখ হাসিনার সময় যাদের বিরুদ্ধে ব্যাংক লোপাটের অভিযোগ এসেছে তাদের রেহাই নাই। তারা রেহাই পাবে না, তারা এখন দুদকের বারান্দায় গিয়ে বসে থাকে।’

/এসআই/বিএল/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী