X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

'এই সরকারের সবচেয়ে বড় অর্জন বিচার ব্যবস্থা কুক্ষিগত করে ফেলা'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৮, ১৩:০২আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৪:৩৬

'এই সরকারের সবচেয়ে বড় অর্জন বিচার ব্যবস্থা কুক্ষিগত করে ফেলা' নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের গত চার বছরে সবচেয়ে বড় অর্জন দেশের বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে ফেলা। সোমবার (১৫ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মান্না বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে জবরদস্তিমূলক দেশের প্রধান বিচারপতির মতো পদাধিকারী ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয়েছে। এই দেশের উচ্চ আদালত এখন চলছে একজন শপথহীন, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অধীনে। অন্যদিকে মাসদার হোসেন মামলার রায়ে দিক নির্দেশনা না মেনে বিচারিক আদালতের বিচারকদের নিয়োগ ও শৃঙ্খলাবিধিতে সরকারের কর্তৃত্বই বহাল আছে। এই বিধিতে বিচার বিভাগের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সরকারের সঙ্গে রীতিমতো যুদ্ধ করেছিলেন।’
‘২০১৪ সালে আসলেই কোনও নির্বাচন হয়েছিল কিনা প্রশ্ন করে তিনি বলেন, ‘নির্বাচনের আগেই যখন সরকার গঠনের জন্য আবশ্যক ১৫১ জনের বেশি সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান, তখন ২০১৪ সালের ৫ জানুয়ারি যা হয়েছে সেটা প্রহসনের চাইতে বেশি কিছু না। এই সরকার টিকে আছে স্রেফ রাষ্ট্রের জনগণের ওপর বল প্রয়োগের মাধ্যমে।’
দারিদ্র্য হ্রাসের ব্যর্থতা উল্লেখ করে মান্না বলেন, ‘সরকারের অর্জন বোঝাতে প্রধানমন্ত্রী তার ভাষণে দারিদ্র্য হ্রাসের কথা বলেছেন। আগের একটা সালের সঙ্গে বর্তমান দারিদ্র্য হারের তুলনা করে দেখিয়েছেন। এখানেও শুভঙ্করের ফাঁকি আছে। একটা দেশ যখন অর্থনৈতিকভাবে নিয়মিত উন্নতি করে তখন এর স্বাভাবিক নিয়মে দারিদ্র্য কমারই কথা। দারিদ্র্য হ্রাস সরকারের কর্তৃত্ব না, বরং ব্যর্থতাই দেখছি আমরা।’
গত বছর দেশ থেকে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে উল্লেখ করে মান্না বলেন, ‘হাতেগোনা অল্প কিছু খেলাপির কাছেই আছে সিংহভাগ ঋণ। এই মানুষগুলো দেশের ব্যাংকিং সেক্টরকে একেবারে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। এর সঙ্গে যে সরকারের উচ্চ পর্যায়ের লোকজন জড়িত সেটা স্পষ্ট।’
গত চার বছরের শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বড় অর্জন প্রশ্নফাঁসের রেকর্ড বলে মনে করেন এই আহ্বায়ক। তিনি বলেন, ‘২০০৯ সালে এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রশ্নফাঁসের রোগ শুরু হয়। বাড়তে বাড়তে গত চার বছরে মহামারি আকারে ধারণ করেছে।’ প্রথম ও দ্বিতীয় শ্রেণির প্রশ্নফাঁস হওয়ার ঘটনা অবিশ্বাস্য বলে মনে করে তিনি।
মেগা প্রকল্প মানেই মেগা লুটপাট উল্লেখ করে মান্না বলেন, ‘বরাবরের মতোই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেগা সব প্রজেক্ট বাস্তবায়ন করে উন্নয়নের প্রোপাগান্ডা চালাচ্ছেন তার ভাষণে। এক পদ্মাসেতুর ব্যয়ের তথ্য আমাদের জানিয়ে দেয় এসব মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট হচ্ছে। আগের ব্যয়ের চাইতে ১/২ হাজার কোটি টাকা বাড়লে সেটা নিয়ে কেউ কিছু বলতো না। কিন্তু ব্যয় তিন গুণ হয় কিভাবে? এতেও কি সেতু শেষ হবে?’
সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরামসহ অন্যা নেতারা উপস্থিত ছিলেন।

/এসও/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন