X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কেন্দ্রীয় কারাগারে হঠাৎ দুদক কর্মকর্তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৮, ১৯:২৩আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৯:৩০

দুদক হটলাইন-১০৬ নম্বরে ঘুষের তথ্য দিয়ে একব্যক্তির ফোন পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে ঘটনাস্থলে পৌঁছে ঘুষের কোনও প্রমাণ না পেয়ে কারা-কর্মকর্তাদের সঙ্গে দেখা করে এসেছেন দুদক কর্মকর্তারা।
সোমবার (১৫ জানুয়ারি) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি জানান, সকালের দিকে দুদকের অভিযোগ কেন্দ্রের হটলাইন-১০৬ নম্বরে একব্যক্তি অভিযোগ করেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে গেলে কারা-রক্ষীরা তার কাছে ঘুষ দাবি করেন। অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি তাৎক্ষণিকভাবে কমিশনের মহাপরিচালককে (প্রশাসন) অবহিত করেন। মহাপরিচালক তাৎক্ষণিকভাবে দুদকের স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক মো. মাহমুদ হাসান, সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন এবং সহকারী পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সমন্বয়ে তিন সদস্যের একটি টিম গঠন করেন। টিমের সদস্যরা দুদকের সশস্ত্র পুলিশ ইউনিটের সদস্যদের নিয়ে বেলা সাড়ে  ১২টায়  ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছান। সেখানে গিয়ে তারা বন্দিদের স্বজনদের সঙ্গে হয়রানি, ঘুষ ও দালাল চক্রের দৌরাত্ম্যের বিষয়ে কথা বলেন।
এসময় জনৈক মুশফিকুর রহমান তাদের জানান যে, এক ব্যক্তি  আত্মীয়ের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার নাম করে তার কাছে ৫০০ টাকা ঘুষ দাবি করেছেন। কিন্তু তার কাছে ৫০০ টাকা না থাকায় এবং তিনি ব্যক্তিগতভাবে টাকা দিতে রাজি না হওয়ায়, তিনি বন্দির সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি।

দুদক টিমের সদস্যরা তখন তার কাছে যে ব্যক্তি টাকা চেয়েছেন, তাকে চিহ্নিত করার জন্য বলেন। কিন্তু ওই ব্যক্তি তাৎক্ষণিককভাবে ঘুষ দাবিকারীকে খুঁজে পাননি। এরপর দুদক টিমের সদস্যরা বিভিন্ন সাক্ষাৎ প্রার্থীর সঙ্গে কথা বলেন। তারা কেউ সুনির্দিষ্টভাবে ঘুষ চাওয়ার বিষয়টি জানাতে পারেননি। এরপর দুদক কর্মকর্তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি জেলার সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগের বিষয়ে জানতে চান। জিজ্ঞাসাকালে ডেপুটি জেলার জানান যে, তাদের কাছে এমন কোনও অভিযোগ আসেনি। তাছাড়া, কারাগারের বাইরে কর্তৃপক্ষের তরফ থেকে ফোন নম্বর দেওয়া আছে। কেউ ঘুষ চাইলে, বা যেকোনও অনিয়মের বিষয়ে ওই নম্বরে অভিযোগ করতে পারবেন।  এধরনের অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

দুদক কর্মকর্তারা তখন কারা কর্মকর্তাদের উদ্দেশে বলেন, কমিশনের অভিযোগ কেন্দ্রের হটলাইন-১০৬ এ আমরা প্রায়ই এ জাতীয় অভিযোগ পেয়ে থাকি। হয়রানি এবং দুর্নীতিমুক্ত সরকারি সেবা প্রদান করা সব সরকারি কর্মকর্তার দায়িত্ব। তাই কর্তৃপক্ষের এজাতীয় অভিযোগের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।

কমিশনের কর্মকর্তারা আরও  বলেন, কমিশনের স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা এজাতীয় অভিযোগ পেলে দ্রুততম সময়ে ঘটনাস্থলে চলে আসবেন। কোনও অবস্থাতেই সাক্ষাৎ প্রার্থীদের হয়রানি করা যাবে না।

/এআরআর/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা