X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ব্যক্তির সন্তুষ্টি দেখতে আসিনি: তারানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৮, ১৮:৫৮আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৯:০১

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম (ছবি- সংগৃহীত) কোনও ব্যক্তির সন্তুষ্টি দেখতে দায়িত্বে আসিনি বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, ‘সরকারের সন্তুষ্টি দেখতে দায়িত্বে এসেছি, কোনও ব্যক্তির সন্তুষ্টি দেখতে নয়।’

বুধবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তারানা হালিম বলেন, ‘সারাদেশে ২৬টি তথ্য কমপ্লেক্স ভবন এবং ৬৪টি জেলায় ৬৪টি ডিজিটাল সিনেমা কমপ্লেক্স নির্মাণ করা হবে। এছাড়া, বিটিভি চ্যানেলের সংবাদ যেন বেসরকারি টিভির মতো হয়, সেজন্য একটি কমিটি গঠন করা হবে। কমিটিতে সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের রাখা হবে। কোনও চ্যানেলে চলে না এমন কোনও নাটক বিটিভিতে দেখানো যাবে না।’

তিনি আরও বলেন, ‘এফডিসিকে লাভজনক করতে চাই। তবে সময় তো মাত্র একবছর। যদি সেটা নাও করতে পারি, তবে লোকসান ৫০ শতাংশে কমিয়ে আনা হবে।’

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের নবম ওয়েজবোর্ডের বিষয়ে একটি কমিটি অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। দ্রুত এ কমিটি কাজ শুরু করবে। সাংবাদিকদের ওয়েজবোর্ড নিয়ে যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করা হবে।’

তারানা হালিম বলেন, ‘৩২টি কমিউনিটি রেডিওকে আমি কার্যকর এবং বিটিভিকে এলইডিতে রূপান্তরিত করতে চাই। বিটিভি যেন প্রাইভেট টিভি চ্যানেলগুলোর সঙ্গে  প্রতিযোগিতা করতে পারে।’

তিনি বলেন, ‘বিদেশি মিশনগুলোকে বিভিন্ন ডকুমেন্টারি তৈরি করতে বলেছি। যেগুলো বিটিভিতে দেখানো হবে। এছাড়া, সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা জেলা ও উপজেলা পর্যায়ের সিনেমা হলগুলোতেও চালানো হবে।’

এছাড়া, সরকারের সাফল্য বিভিন্ন জায়গায় প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হবে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: 

বাজেটের সময় এমপিওভুক্তির সিদ্ধান্ত: সংসদে প্রধানমন্ত্রী

/এসআই/এসএনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা