X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সঙ্গে ভারতের চমৎকার সম্পর্ক জোরদার হচ্ছে: রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৮, ২৩:৫৯আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ০০:০৩

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ‘বাংলাদেশ সব প্রতিবেশী দেশ, বিশেষ করে সুপ্রতিবেশীর চেতনাসহ ভারতের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দিয়ে থাকে। বাংলাদেশের সঙ্গে ভারতের চমৎকার সম্পর্ক রয়েছে ও এটি জোরদার হচ্ছে।’ বুধবার (১৭ জানুয়ারি) বঙ্গভবনে নৈশভোজের আগে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

আবদুল হামিদের কথায়, ‘ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।’

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অসামান্য অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি। তার মন্তব্য, ‘১৯৭১ সালেই দুই দেশের মধ্যে সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়।’

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এসব তথ্য জানান। প্রণব মুখার্জির বরাত দিয়ে তিনি বলেন, ‘ভারতের রাষ্ট্রপতি হিসেবে আমি প্রথম বাংলাদেশ সফর করি। এখন সাবেক রাষ্ট্রপতি হিসেবে আমি প্রথম বাংলাদেশ সফর করছি।’

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রণব মুখার্জি (ছবি: ফোকাস বাংলা) ভারতের সাবেক রাষ্ট্রপতি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের চমৎকার উন্নয়নের প্রশংসা করেন। গত কয়েক বছরে এ দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি দেখে তিনি অভিভূত। আগামী দিনগুলোতে বাংলাদেশ আরও উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাবে বলে ভারতের সাবেক রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন।

চট্টগ্রাম সফরের কথা জানিয়ে প্রণব মুখার্জি উল্লেখ করেন, বাংলাদেশের জনগণের আতিথেয়তায় তিনি বিস্মিত। প্রবীণ বাঙালি যোদ্ধা ও ভারতের স্বাধীনতা সংগ্রামী মাস্টারদা সূর্যসেনের স্মৃতি রক্ষার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রণব মুখার্জি বঙ্গভবনে পৌঁছান। তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি। এ নৈশভোজে আরও ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি, কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য ও পদস্থ কর্মকর্তা।
সূত্র: বাসস



/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা