X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা প্রত্যাবাসনে ‘সমর্থনের গ্যারান্টি’ সুষমার

রঞ্জন বসু, দিল্লি প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৮, ০৯:৫৭আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১০:০১

এ এইচ মাহমুদ আলী ও সুষমা স্বরাজ ‘ভারতের সমর্থনের ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। ওটা যাকে বলে একেবারে এনশিওরড, গ্যারান্টিড!’ বুধবার দুপুরে দিল্লির জহরলাল নেহরু ভবনের বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীকে ওপরের এই কথাগুলো বলছেন, তখন কে বলবে মাত্র মাসকয়েক আগেও রোহিঙ্গা প্রশ্নে দুদেশের মধ্যে ভিড় করে ছিল হাজারো অস্বস্তি আর মৃদু মতান্তর! রোহিঙ্গা সংকটের প্রথম ধাপের সেই দূরত্ব পেরিয়ে দিল্লি ও ঢাকা যে অনেক কাছাকাছি আসতে পেরেছে, এদিন (বুধবার) দিল্লিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক সেটাই প্রমাণ করে দিল।

তার ঠিক আগেই রোহিঙ্গা প্রশ্নে ভারত যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে তার জন্য সুষমা স্বরাজকে অকুণ্ঠ ধন্যবাদ জানান মাহমুদ আলী। সুষমাও বলেন, ‘এই বিরাট মাপের সংকটকে অ্যাড্রেস করার ক্ষেত্রে বাংলাদেশ আগাগোড়া যে গভীর পরিণতবোধে’র পরিচয় দিয়েছে তা দারুণ প্রশংসনীয়।’

মাত্র একদিন আগেই নেপিদোয় মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের ‘অ্যারেঞ্জমেন্ট’ সমঝোতা স্বাক্ষরিত হয়েছে, যাতে বলা হয়েছে ঠিক কিভাবে আর কোন শর্তে রাখাইনের বাস্তুচ্যুতরা ধীরে ধীরে ঘরে ফিরবে। সেই সমঝোতার নানা খুঁটিনাটি দিক নিয়ে এ এইচ মাহমুদ আলী এদিন বিশদে ব্রিফ করেছেন তার ভারতীয় কাউন্টারপার্টকেও। তবে তার বাস্তবায়ন কতটা মসৃণ হবে তা নিয়ে সন্দেহও প্রকাশ করেছেন অনেকে। এই পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় ভারতের অবিচল সমর্থনের ঘোষণা বাংলাদেশকে বাড়তি ভরসা জোগাবে।

শুধু মৌখিক সমর্থনই নয়, রাখাইনের মানুষদের ঘরে ফেরার প্রক্রিয়াকে সহজ করে তুলতে ভারত ঠিক কী কী করছে, তারও একটা বিস্তারিত রূপরেখা পেশ করেছেন সুষমা স্বরাজ। এদিনের বৈঠকে তিনি মাহমুদ আলীকে জানিয়েছেন, উত্তর রাখাইনে ভারত কী ধরনের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে, যাতে সেখানে স্বাভাবিক পরিবেশ ফিরে আসে এবং মানুষ ফিরতে ভরসা পান। শুধু তাই নয়, ভারতের অর্থায়নে সেখানে প্রি-ফ্যাব্রিকেটেড (আগে থেকে জোড়া দেওয়া) গৃহনির্মাণ সামগ্রী দিয়ে দ্রুত বানানো হচ্ছে বহু ঘরবাড়ি। রোহিঙ্গাদের অনেকের গ্রাম ও ঘরবাড়িই সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়া হয়েছে, রাখাইনে ফিরলে তারা এই বাড়িগুলোতেই মাথার ওপর ছাদ পাবেন।

কিছুদিন আগে রোহিঙ্গাদের ফেরানোর ব্যাপারে বাংলাদেশ ও মিয়ানমার নেপিদোয় যে সমঝোতা স্বাক্ষর করেছিল, তার পেছনে চীনের যে বড় ভূমিকা ছিল সেটা আদৌ অজানা নয়। রোহিঙ্গা সংকটের প্রথমদিকে হাত গুটিয়ে থাকা ও ভারসাম্যের কূটনীতি নিয়েই এগোচ্ছিল ভারত। কিন্তু চীন যেভাবে শেষ বেলায় কিস্তিমাত করে যায় সেটা দিল্লির কাছে বেশ অপ্রত্যাশিতই ছিল। কিন্তু এখন তারা সেই ধাক্কা পুষিয়ে নেওয়ার জন্য উঠেপড়ে চেষ্টা করছে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় ভারত যে একটা ‘প্রোঅ্যাক্টিভ’ বা অতি-সক্রিয় ভূমিকা নিতে চাইছে সেটা এদিন মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে সুষমা স্বরাজের কথাবার্তা থেকেই স্পষ্ট হয়ে গেছে।

দিল্লিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশের তরফে দিল্লিতে নিযুক্ত হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীও উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভারত সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারত সরকার ও অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘রাইসিনা ডায়ালগ’ সংলাপের সমাপনী অধিবেশনে মূল বক্তৃতা উপস্থাপন করবেন।   

 

/এফএস/
সম্পর্কিত
জাতিসংঘের রোহিঙ্গা ডাটাবেজ ব্যবহার করতে চায় সরকার
ইন্দোনেশিয়ার উপকূল থেকে তিন রোহিঙ্গা শরণার্থীর লাশ উদ্ধার
ইন্দোনেশীয় উপকূলে নৌকাডুবি: ৭০ রোহিঙ্গা নিহতের আশঙ্কা
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)