X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাদ পড়া ভোটাররা ১ ফেব্রুয়ারি থেকে জাতীয় পরিচয়পত্র পাবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৮, ২০:২৪আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ২০:২৪

আগারগাঁওয়ের নির্বাচন ভবন (ফাইল ছবি) ২০১২ সাল থেকে যেসব নাগরিক ভোটার হলেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাননি, তারা আগামী ফেব্রুয়ারির ১ তারিখ থেকে তাদের পরিচয়পত্র পাবেন। বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে ব্রিফিংকালে কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের একথা জানান। এদিকে তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচিত হিজড়াদের নিজ পরিচয়ে ভোটার করতে আইনের নীতিমালা প্রণয়নের সিদ্ধান্তও হয়েছে কমিশন সভায়।
নতুন ভোটারদের কার্ড প্রদান বিষয়ে সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘২০১২ সালে যারা ভোটার হয়েছেন এবং এখনও কোনও জাতীয় পরিচয়পত্র পাননি, আগামী ফেব্রুয়ারির ১ তারিখ থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাদেরকে জাতীয় পরিচয়পত্র বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’
হিজড়া পরিচয়ে ভোটার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এতদিন যে হিজড়া পুরুষদের পোশাক পরতেন তাকে পুরুষ এবং যে নারীদের পোশাক পরতেন তাকে নারী হিসেবে ভোটার করা হয়েছে। এখন থেকে তারা হিজড়া নামেই ভোটার হতে পারবেন। এটা কমিশনে সিদ্ধান্ত হয়েছে।’
সচিব জানান, হিজড়াদের নিজ পরিচয়ে ভোটার করতে আইন ও বিধির প্রয়োজনীয় সংশোধনীর জন্য যুগ্ম-সচিব আইনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি এ সংক্রান্ত আইন ও বিধি সংশোধন করে কমিশন সভায় উপস্থাপন করবেন। পরে কমিশন সেটি দেখে পরবর্তী কার্যক্রম শুরু করবেন।

সভায় আলোচনার বিষয়বস্তু সম্পর্কে ইসির ভারপ্রাপ্ত সচিব আরও জানান, সভায় নির্বাচন কমিশন যারা প্রবাসী ভোটার রয়েছে তাদের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করতে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সেটা বাস্তবায়ন করতে আগামী ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে একটি সেমিনার করা হবে। সেমিনারে যেসব সুপারিশমালা প্রণয়ন করা হবে তার আলোকে প্রবাসী ভোটার তালিকা নীতিমালা প্রণয়ন করা হবে।

এছাড়া সভায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সার্কভুক্ত দেশগুলোর প্রধান নির্বাচন কমিশনারদের একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পরিচয়পত্রের সার্ভারের আরও অত্যাধুনিক করার বিষয়ে আলোচনা হয়েছে।

/ইএইচএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা