X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দেশের ব্যাংকিং ব্যবস্থা ত্রুটিমুক্ত নয়: সংসদে অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৮, ২১:১৫আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ২১:১৯

সংসদে অর্থমন্ত্রী (ফাইল ফটো)

দেশের ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ত্রুটিমুক্ত নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সংসদে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাবের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ত্রুটি মুক্ত নয়। তবে আমাদের চেষ্টার কমতি আছে বলে মনে করি না। এগুলো কার্যকর করতে একটু সময় লাগে।’

এর আগে সরকার দলীয় সংসদ সদস্য ইসরাফিল আলম ব্যাংকিং খাতের অনিয়ম নিয়ে ‘বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব’ উত্থাপন করেন। প্রস্তাবে তিনি বলেন, ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনিয়ম ও ত্রুটিমুক্তভাবে পরিচালিত করার জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হউক।’

এর জবাব দিতে গিয়ে অর্থমন্ত্রী আর্থিক খাত বিশেষ করে ব্যাংকিং খাতের সুশাসন নিশ্চিতে সরকারের গৃহীত কার্যক্রম তুলে ধরেন।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘দেশের ব্যাংখগুলোর অনিয়ম ও ত্রুটি বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু হয় এবং এক সময় মারাত্মক আকার ধারণ করে। একসময় ডিফল্ট ঋণ হয়ে যায় ৪০ শতাংশ। এখন দুই ডিজিটে আছে ১১/১২ শতাংশ। ২০১৩ সালে সরকার ব্যাংকিং আইন সংশোধন করে। এটা একটা চলামান প্রসেস। দু‘দিন আগে আরেকটি সংশোধনী পাস করেছি ‘

জবাবের পর ইসরাফিল আলমের প্রস্তাবটি প্রত্যাহার করার অনুরোধ জানান অর্থমন্ত্রী। পরে ইসরাফিল আলম তা প্রত্যাহার করে নেন।

প্রস্তাব তোলার সময় ইসরাফিল বলেন, ‘আর্থিক ও ব্যাংকিং সেক্টর নিয়ে সব সময় কোনও না কোনও বিতর্ক, সমস্যা এবং সমালোচনা আমাদের প্রায়ই বিব্রত করে, বাকরুদ্ধ করে, হতাশ করে। আমাদের সরকারের প্রচেষ্টা নেই, আইন নেই, জনবল নেই একথা বলতে পারি না। কিন্তু যারা এসব আইন প্রয়োগের দায়িত্বে আছেন, প্রতিরোধ ও নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন, তাদের ব্যর্থতার জন্য আর্থিক সেক্টর বিপর্যয়ের মুখে পতিত হয়েছে। এর দায়িত্ব সরকার ও সংসদকে গ্রহণ করতে হচ্ছে। আওয়ামী লীগকেও বহন করতে হচ্ছে।’

বেসরকারি ন্যাশনাল, এবি, এনআরবি কমার্শিয়াল ও ফারমার্স ব্যাংকের নাম উল্লেখ করে ইসরাফিল আলম বলেন, ‘অর্থনৈতিক সাফল্য অনেকটাই ম্লান হয়ে গেছে ব্যাংক খাতের কিছু কিছু বিশৃঙ্খলার কারণে। এ খাতে শুদ্ধাচার প্রতিপালনে ব্যর্থ হলে দেশের অগ্রগতি বাধা পড়বে। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে না পারলে রাষ্ট্র পরিচালনার সংকট দৃশ্যমান হয়ে ওঠে। বিদায়ী বছরে ব্যাংক খাত নড়বড়ে অবস্থায় পড়েছে। ৫৭টির মধ্যে ২০টির মতো আর্থিক অবস্থা দৃশ্যমানভাবে খারাপ।  নামে-বেনামে ইচ্ছামতো ঋণ নেওয়া হয়েছে। ব্যাংকের পরিচালক, নির্বাহী বড় কর্মকর্তারা এসব কাজের সঙ্গে জড়িত ছিলেন। এরজন্য তদন্ত করার দরকার নেই। খোলা চোখে মানুষ দেখেছে, জেনেছে। মন্ত্রণালয়, সরকার, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে থেকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয় নাই।  ব্যাংক খাতের ওপর বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ ও তদারকি বৃদ্ধি পাওয়ার চেয়ে দুর্বল হয়েছে। কিছু কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, যা জোড়াতালি দেওয়ার মতো। যা প্রয়োজনের তুলনায় যথার্থ ছিল না।’

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়েছে। লুটপাটের পরেও সরকারকে হাজার হাজার কোটি টাকা মূলধনের যোগান দিতে হচ্ছে। যে টাকা জনগণের ট্যাক্সের টাকা, সাধারণ মানুষের ঘাম ঝড়ানো টাকা। নতুন ব্যাংকগুলো আমানতকারীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়নি। তারপরও নতুন নতুন লাইসেন্স দেওয়া বন্ধ হয়নি।’

তিনি বলেন, ‘সাধারণ মানুষ ব্যাংকে টাকা রেখে ফেরত পায় না। এত সফলতা, এত অহঙ্কার, এত গৌরব, ম্লান করে দিয়েছে ব্যাংকিং খাতের ব্যর্থতা।  সাধারণ মানুষের মধ্যে ব্যাংক নিয়ে চরম সন্দেহ-সমালোচনা সৃষ্টি হয়েছে।’

যেসব ব্যাংক টাকা আত্মসাৎ করে, সেসব ব্যাংক টিকিয়ে রাখার কোনও যৌক্তিকতা নেই উল্লেখ করে ইসরাফিল আলম বলেন,  ‘যারা শর্ত পূরণ করতে পারে না, তাদের লাইসেন্স নবায়ন না করে কেন বাতিল করা হচ্ছে না। কেন তাদের সনদ নবায়ন করা হচ্ছে?’

এ সময় তিনি ব্যাংকিং সেক্টরের দূরাবস্থা থেকে বের হতে অর্থমন্ত্রী যেসব পদক্ষেপ গ্রহণ করছেন, তা দৃশ্যমান করার দাবি জানিয়ে বলেন, ‘কারা খেলাপি তাদের নাম ঘোষণা করা হোক। কুঋণ দেওয়ায় কোন কোন অফিসার জড়িত, তা প্রকাশ করা হোক। স্বচ্ছতা না হলে এ খাত শক্তিশালী হবে না।’

আরও পড়ুন: 

‘মাটির লেয়ারের ভিন্নতায় পদ্মা সেতুর ১৪ পাইলের ডিজাইনে বিলম্ব’

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি