X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

'আন্দোলনকারীরা কেউ অজ্ঞাতনামা নয়'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৮, ১২:৫২আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ১৫:০৬

রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় ঘেরাওকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলাকে ‘উদ্দেশ্যমূলক’ উল্লেখ করে টিএসসির সামনে রাজু ভাস্কর্যের নিচে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলছেন, মামলা হয়েছে ৫০ অজ্ঞাতনামার বিরুদ্ধে। কিন্তু আন্দোলনকারীরা কেউ অজ্ঞাতনামা নয়।  তারা বলেন, ‘আমরাই আন্দোলন করছি।’ মামলার প্রতিবাদে শুক্রবার বিকাল ৫টায় প্রতিবাদী মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার গভীর রাত থেকে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন কয়েকজন শিক্ষার্থী। তাদের দাবি, ওইদিন যারা দাবি নিয়ে প্রক্টরের অফিসে গিয়েছিল তাদের সঙ্গে তারাও উপস্থিত ছিলেন।

প্রতিবাদস্বরূপ অবস্থান কর্মসূচিতে যাওয়া প্রথম দুই শিক্ষার্থী হলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র রাজীব কুমার দাশ এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের তৃতীয় বর্ষের মাহির শাহরিয়ার রেজা। বৃহস্পতিবার রাত ২টা থেকে তারা তাদের দুই পাশে দুটি প্ল্যাকার্ড নিয়ে বসেছেন। সেখানে লেখা ‘আমি ভাঙচুরকারী, আমাকে গ্রেফতার কর’, ‘আমি আন্দোলনকারী, আমাকে গ্রেফতার কর’। শুক্রবার সকালে সেখানে আরও কয়েকজন শিক্ষার্থী যোগ দেন। রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা

অবস্থান নেওয়া অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহির শাহরিয়ার রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের যৌন নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করছি। সেটা অব্যাহত আছে। গতকাল প্রশাসনের পক্ষ থেকে অজ্ঞাত ৫০ জনের নামে মামলা করা হয়েছে। আমরা বলতে চাই, আন্দোলনকারীরা অজ্ঞাত কেউ নয়। আমরাই আন্দোলন করেছি এবং আমাদের গ্রেফতার করা হোক। সেটি যদি প্রশাসন করতে না পারে তাহলে এই মামলা মিথ্যা প্রমাণিত হবে এবং মামলা প্রত্যাহার করতে হবে।’ 

রাজু ভাস্কর্যের সামনে অবস্থানকারী সাধারণ শিক্ষার্থী রাগিব রাজ দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সেদিন আন্দোলন করেছি বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা করেছে৷ সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের বিচারের আশ্বাস দিয়ে তার বিচার না করে উল্টো আমাদের বিরুদ্ধে অজ্ঞাত মামলা করেছে৷ তাই আমরা গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে এখানে অবস্থান নিয়েছি৷ মামলা প্রত্যাহার না করা পর্যন্ত এখানে অবস্থান করবো।’

উল্লেখ্য, ঢাকার সাত সরকারি কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সোমবার উপাচার্যের কার্যালয়ের সামনে বাধা দেয় ছাত্রলীগ। ওই দিন ছাত্রলীগকর্মীরা ছাত্রীদের নিপীড়ন করে বলেও আন্দোলনকারীদের অভিযোগ। এর প্রতিবাদে ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে বুধবার প্রক্টর কার্যালয় ঘেরাও করতে যায় একদল শিক্ষার্থী। শিক্ষার্থীদের আসতে দেখে ওই কার্যালয়ের ফটকে তালা আটকে দেওয়া হলে শিক্ষার্থীরা কলাপসিবল গেইট ভেঙে ফেলে। ‘ছাত্রী নিপীড়নে’ জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার এবং ছাত্র প্রতিনিধিদের নিয়ে তদন্ত কমিটি করে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন প্রকাশের দাবিতে প্রক্টরকে তিন ঘণ্টা তারা অবরুদ্ধ করে রাখে। পরে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবরুদ্ধ করা এবং প্রক্টরের কার্যালয়ের ফটক ভাঙার ঘটনায় অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে মামলা করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুহিন কান্তি দাশ বলেন, ‘অজ্ঞাতনামা ৫০ জনের নামে শাহবাগ থানায় প্রশাসনের মামলায় ধিক্কার জানাই। অবিলম্বে প্রতিহিংসাপরায়ণ এই হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে মামলাবাজ প্রক্টরকে অপসারণের দাবি জানাই।’

 

/ইউআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা