X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পুলিশ রিফর্ম প্রোগ্রাম বিফলে গেলো!

উদিসা ইসলাম
২০ জানুয়ারি ২০১৮, ০১:২৫আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৯:৩৪

পুলিশ পুলিশকে আরও সংবেদনশীল করে তুলতে ‘পুলিশ রিফর্ম প্রোগ্রাম’ এর অধীনে প্রকল্প পরিচালিত হলেও নারীর প্রতি সহিংতা থামছে না। সহিংসতার ধরন, অসংবেদনশীলতার মাত্রাগত দিক দেখে প্রকল্পটির সার্থকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জেণ্ডার বিশেষজ্ঞ ও নারী নেত্রীরা। তারা বলছেন, যে পুলিশের কাছে গিয়ে আপনি সুরক্ষা চাইবেন, অথচ তাদের বিরুদ্ধেই যদি এমন অভিযোগ ওঠে, তবে সেটি ভয়াবহ বিপর্যয়। আর সেসবের বিচার যদি না করা যায়, তাহলে বিপর্যয়টি আরও ভয়ানক। 

২০১৬ সালের ফেব্রুয়ারিতে অন্তঃসত্ত্বা নারীকে রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে। নিজের স্বামীর খুনি বানাতে পরিকল্পিতভাবেই পুলিশ এ কাজটি করেছে বলে সংবাদ সম্মেলন করে দাবি করেন ভুক্তভোগী নারী। একই বছর মার্চ মাসে রামপুরা থানা এলাকায় চার পুলিশ সদস্যের বিরুদ্ধে এক নারীকে নির্যাতন করার অভিযোগ ওঠে। এ বিষয়ে ওই নারীর অভিযোগ আমলে নিয়ে পুলিশের তরফ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়।

গত ২১ নভেম্বর ঝিনাইদহের কালীগঞ্জে আসামি ধরতে গিয়ে বাড়ির নারীদের নির্যাতনের অভিযোগে এক এসআই  ও  এক এএসআই-এর নামে আদালতে অভিযোগ করা হয়। পরে কালীগঞ্জের ইউএনও উত্তম কুমার রায়কে অভিযোগটি তদন্ত করে রিপোর্ট দিতে আদেশ দেন ঝিনাইদহ আমলি আদালতের (কালীগঞ্জ) ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর। সর্বশেষ এক নারীকে জোর করে বিয়ের পর নির্যাতন ও মামলা দিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ উঠলে ব্যাপক সমালোচনার মুখে ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার মিজানুর রহমানকে প্রত্যাহার করা হয়।

জাতিসংঘ উন্নয়ন তহবিলের (ইউএনডিপি) অর্থায়নে ২০০৫ সালে কাগজে-কলমে পুলিশ রিফর্ম প্রকল্প শুরু হয়। ২০০৭ সাল থেকে প্রশিক্ষণসহ নানা কার্যক্রম শুরু হয়। টানা দু’দফায় আট বছর এই প্রকল্পে পুলিশকে জেণ্ডার বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয়।

পুলিশ রিফর্ম প্রোগ্রামের জেন্ডার বিশেষজ্ঞ প্রশিক্ষক ফৌজিয়া খন্দকার বাংলা টিবিউনকে বলেন, ‘আমরা চেষ্টা করেছি, শব্দগুলোকে ধরে ধরে বোঝানোর। সবকয়টি থানায় বিভিন্ন নীতিমালার কপি পাঠানো হয়েছে। কিন্তু আমি নিশ্চিত সেগুলো খুঁজলে পাওয়া যাবে না।’

এই প্রকল্প বিফলে গেলো কিনা- সেই প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘ব্যর্থতা স্বীকার করতেই হবে। প্রশিক্ষণ এত কম হয়েছে যে, পুরো দোষ তাদেরও দেওয়া যায় না। তারা প্রশিক্ষণে বেশি সময় দিতে পারেন না। বরং আমরাই থানায় গিয়ে জানানোর চেষ্টা করেছি। এরপরও এটা যথেষ্ট না। মাত্র পাঁচ হাজার জনকেও প্রশিক্ষণ দেওয়া গেছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। তবে এসব সংবদনশীল বিষয়ে সবসময় ফলোআপ করা দরকার। কারণ, যাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল সেটাও প্রয়োজনের তুলনায় কম। একজন মানুষের সারাজীবনের যে প্রথাগত ধারণা, সেটাকে একটা প্রশিক্ষণ দিয়ে বদলে দেওয়া সম্ভব না।’

নারী নেত্রী রোকেয়া কবীর বলেন, ‘পুলিশের জবাবদিহিতা না থাকা এবং উপর্যুক্ত শাস্তির ব্যবস্থা না করে কেবল প্রত্যাহার করে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। তাই পরিস্থিতি বদলাচ্ছে না। নারীরা যদি পুলিশের কাছে কোনও অপরাধের শাস্তি চাইতে গিয়ে স্বস্তি বোধ না করেন, তাহলে বিষয়টি খুবই অমানবিক। পুলিশ অনেক দায়িত্বশীল হতে চাইলো, কিন্তু তাদের ভেতরেই যদি নারী প্রশ্নে স্বচ্ছতা না থাকে, তাহলে সেটি ভালো ফল বয়ে আনবে না। কারণ, নারীরা তখন তাদের অধিকার আদায়ে পুলিশের দ্বারস্থ হতে ভয় পাবে। এজন্য প্রশিক্ষণ খুব জরুরি। কিন্তু এইধরনের জেণ্ডার ট্রেনিংয়ের ধারাবাহিকতা থাকার পাশাপাশি শক্ত মনিটরিং থাকাটাও জরুরি।’

তবে প্রশিক্ষণ একদম বিফলে যাচ্ছে না বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই প্রশিক্ষণের ফলে কিছু কিছু ক্ষেত্রে সচেতনতা বেড়েছে। তারা অন্তত লৈঙ্গিক সহিংসতা চিহ্নিত করতে পারছেন। তবে সেই সংবেদনশীলতা সামগ্রিকভাবে পুলিশ বাহিনীর মধ্যে নেই। ব্যক্তিগতভাবে কেউ কেউ এটাকে খুব ভালোভাবে গ্রহণ করছেন। সবাইকে সেগুলো মানাতে হলে লাগাতার কাজ করতে হবে। কারণ পুলিশ এখনও তাদের বিশ্বাস, চিন্তা, দীক্ষার বাইরে যেতে পারেনি। যারা পেরেছেন তারা প্রশংসিত হয়েছেন। কিন্তু যারা করছেন না তারা জবাবদিহিতার মধ্যেও আসছেন না।’

এ বিষয়ে করণীয় সম্পর্কে তিনি বলেন, ‘একটা পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে নিচের স্তরের সদস্যরা প্রশিক্ষণ পাচ্ছেন কিনা- সেটা দেখা দরকার। এটা ব্যাপক হারে হতে হবে এবং তাদের ইন্সটলেশনের সময় থেকেই জেণ্ডার ট্রেনিং দিতে হবে।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশের বিরুদ্ধে কোথাও কোনও ধরনের অভিযোগ পেলে আমরা গুরুত্বের সঙ্গে নিয়ে অনুসন্ধান করাই। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।’

আরও পড়ুন:
উচ্চস্বরে গান বাজানোর ‘প্রতিবাদ করায় মারধর’: বৃদ্ধের মৃত্যু, গ্রেফতার ৪

/ইউআই/এসএনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া