X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা বিষয়ে ইয়াংহি লি’র প্রতিবেদন মার্চে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৮, ২০:০৪আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ২০:০৮

রোহিঙ্গা সংকট

রোহিঙ্গা সমস্যার বিষয়ে একটি সামগ্রিক প্রতিবেদন আগামী মার্চে উপস্থাপন করবে জাতিসংঘ। সংস্থাটির বিশেষ দূত ইয়াংহি লির নেতৃত্বে প্রতিবেদনটি প্রকাশ হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।    

তিনি জানান, বাংলাদেশ সফররত জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি আজ  মঙ্গলবার বিকালে পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে দেখা করেন। সেখানে রোহিঙ্গা ইস্যুতে আলোচনার সময় মার্চে প্রতিবেদন প্রকাশের বিষয়টা জানান তিনি। বৈঠকে কক্সবাজারে সপ্তাহব্যাপী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা বলেন, এসময় তিনি ক্যাম্পের সার্বিক অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও আগামী বর্ষায় দুর্ভোগ বাড়াসহ ক্যাম্পে আগুন লাগার আশঙ্কা করেন তিনি।  

ওই কর্মকর্তা বলেন, ‘ইয়াংহি লি আমাদের জানিয়েছেন বাংলাদেশ রোহিঙ্গাদেরকে তাদের ইচ্ছানুযায়ী ফেরত পাঠাবে এ বিষয়টি সম্পর্কে তিনি অবগত। আর এখন রাখাইন পরিস্থিতির উন্নতি দরকার।’

এসময় রাখাইনের অবস্থার উন্নতির জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে উৎসাহিত করবেন বলেও জানান।

বাংলাদেশের পক্ষ থেকে লিকে জানানো হয়, তিনি বাংলাদেশে যেভাবে এবং যতদিন ইচ্ছা কাজ করতে পারেন।

প্রসঙ্গত রোহিঙ্গা ইস্যু নিয়ে গত এক বছর ধরে কাজ করছেন এ বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি। একারণে গত এক বছরে তিনি বেশ কয়েকবার বাংলাদেশ ও মিয়ানমার সফর করেন। এ মাসেও তার মিয়ানমার সফরের কথা ছিল। কিন্তু সেদেশের সরকার তাকে সহযোগিতা না করায় এবং ভিসা না দেওয়ার সিদ্ধান্তের কারণে তিনি বাংলাদেশে এসেছেন।

এনটিএফ বৈঠক

নিরাপত্তাসহ রোহিঙ্গা বিষয়ক সামগ্রিক বিষয় নিয়ে ন্যাশনাল টাস্কফোর্সের বৈঠক হবে আগামীকাল।

পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বৈঠকে সভাপতিত্ব করবেন।

এনটিএফ এর সঙ্গে জড়িত একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা বিষয়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পে কয়েকটি সহিংস ঘটনার বিষয়ে তিনি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে এবং এটি নিয়ে আলোচনার সম্ভাবনা আছে।

/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া