X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি নির্বাচনে ব্যবস্থা নেবে ইসি: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৮, ১২:৫৭আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৩:৫৯

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ফটো) আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে।আর এ নির্বাচনে অংশ নিতে একইসঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ যথাসময়ে নিজেদের প্রার্থী বাছাই করবে।

বুধবার (২৪ জানুয়ারি) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অধঃস্তন আদালতের বিচারকদের এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি। সংবিধানে ৯০ থেকে ৬০ দিনের মাঝের সময়ের মধ্যে নির্বাচন দেওয়া বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে ২৩ ফেব্রুয়ারির আগেই এই নির্বাচন হবে। আমার বিশ্বাস নির্বাচন কমিশন এ বিষয়ে ওয়াকিবহাল। তারা খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তের আইন পাস করার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এই আইন করতে আমরা উদ্যোগ নিয়েছি। আগামী সংসদ অধিবেশনের বাজেট সেশনে আমরা আইনটি পাস করার চেষ্টা করবো।’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দলীয় কোনও প্রার্থী চূড়ান্ত করা হয়েছে কিনা- জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘দলের নীতি নির্ধারকরা মনোনয়ন দেবেন। মনোনয়নের বিষয়েও একটা পদ্ধতি আছে, সে পদ্ধতি অনুসরণ করেই আওয়ামী লীগ রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেবে।’

আওয়ামী লীগ থেকে কাকে মনোনয়ন দেওয়া হতে পারে- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলের একটা নমিনেশন বোর্ড আছে। আমি সেই নমিনেশন বোর্ডের সদস্য না। প্রধানমন্ত্রী সেই বোর্ডের সভাপতি। ওনারা যখন প্রার্থী সিলেকশন করে ঘোষণা দেবেন তখনই জানা যাবে কাকে মনোনয়ন দেওয়া হয়েছে।’

প্রধান বিচারপতি নিয়োগ প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘সব নিয়োগই হবে। সবসময় বলে এসেছি, প্রধান বিচারপতির নিয়োগ রাষ্ট্রপতি দেবেন।’

আরও পড়ুন:


কৃষি জমি বাঁচিয়ে কারখানা করার আহ্বান প্রধানমন্ত্রীর

/বিআই/এসএনএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা