X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার কারাবাস নিয়ে তারা যা বললেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৪

 

খালেদা জিয়ার কারাবাস নিয়ে তারা যা বললেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন দেওয়ার বিষয়ে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান। রবিবার সকালে আদালত এ নির্দেশ দেন। পরে সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিরা এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ওবায়দুল কাদের জেল আরামের জায়গা নয়: ওবায়দুল কাদের 

রবিবার (১১ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘জেল কোনও আরাম আয়েশের জায়গা নয়। জেল কোডে গৃহপরিচারিকা অথবা ব্যক্তিগত সহকারী রাখার কোনও বিধান নেই। ওয়ান ইলেভেনের সময় আমাদের নেত্রীও জেলে ছিলেন, উনিও গৃহপরিচারিকা রাখেননি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও জেলে ছিলেন, তিনিও এ সুবিধা পাননি। জেল কোডে এসি (এয়ারকন্ডিশন) দেওয়ার নিয়মও নেই। মোটকথা জেল কোনও আরাম আয়েশের জায়গা নয়।’
খালেদা জিয়াকে ডিভিশন দেওয়া হচ্ছে না বলে বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘বেগম জিয়াকে ডিভিশন দেওয়া না হলেও হয়তো অল্প সময়ের মধ্যেই তিনি ডিভিশন পেয়ে যাবেন। তবে যেখানে উনাকে রাখা হয়েছে সেটি উনার থাকার উপযোগী করেই তৈরি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভবনটি পরিত্যক্ত হলেও একজন ভিআইপি আসামিকে রাখার মতো করেই ডেকোরেশন করা হয়েছে। তাছাড়া ভবনটি খুব বেশি দিনের পরিত্যক্ত নয়।’

আসাদুজ্জামান খাঁন কামাল রায় অনুযায়ী খালেদা জিয়ার থাকার ব্যবস্থা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী 

রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আদালতের রায় অনুযায়ী খালেদা জিয়ার থাকার ব্যবস্থা করা হচ্ছে।’
ভিআইপি হিসেবে খালেদা জিয়া কেন ডিভিশন পাচ্ছেন না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আদালতের রায়ে যেভাবে বলা আছে সেভাবেই করা হচ্ছে এবং করা হবে।’
খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত পুরনো কারাগারে কেন একমাত্র বন্দি  হিসেবে রাখা হয়েছে- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুইবারের প্রধানমন্ত্রী। উনি সাবেক এমপি। একটি বড় দলের চেয়ারপারসন। উনার এ সমস্ত সামাজিক মর্যাদা বিবেচনা করেই প্রথম দিন থেকেই তাকে সেরকম মানসম্পন্ন জায়গায় রাখা হয়েছে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন কারা মহাপরিদর্শক
জেল কোড অনুযায়ী খালেদা জিয়া সাধারণ বন্দি: আইজি প্রিজন 

রবিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, ‘জেল কোড অনুযায়ী সাধারণ বন্দি হিসেবে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।’
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে দেওয়া খাবার প্রসঙ্গে কারা মহাপরিদর্শক বলেন, ‘সাধারণ বন্দি হিসেবেই তাকে খাবার দেওয়া হচ্ছে। তবে স্বজনরা শুধুমাত্র শুকনো খাবার ও ফলমূল সঙ্গে আনলে সেগুলো এলাউ (গ্রহণ) করা হচ্ছে। আদালতের নির্দেশ পেলে তাকে ডিভিশন বা অন্যান্য সুবিধা দেওয়া হবে।’
খালেদা জিয়া কয়েদির পোশাক পরছেন কিনা- জানতে চাইলে কারা মহাপরিদর্শক বলেন, ‘জেল কোড অনুযায়ী একজন সাধারণ বন্দির কয়েদির পোশাকই পরার কথা।’
প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত-৫। সেদিনই রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি হিসেবে নিয়ে যাওয়া হয়। গত চার দিন ধরে একমাত্র আসামি হিসেবে তিনি এই কারাগারের একটি কক্ষে রয়েছেন।

আরও পড়ুন:
দুদকের শুভেচ্ছাদূত হলেন সাকিব আল হাসান

/এসআই/সিএ/এসএনএইচ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা