X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

তারেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান শেখ সেলিমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৫

সংসদে শেখ সেলিম

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে, এ অভিযোগ তুলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। একই সঙ্গে তিনি ওয়ান্টেড আসামি তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি তুলেছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকার দলের সিনিয়র সংসদ সদস্য শেখ সেলিম এ দাবি করেন।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলার পেছনেও তারেক রহমান জড়িত অভিযোগ করে শেখ সেলিম বলেন, ‘তারেকের নির্দেশে লন্ডনে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে।  তার নির্দেশে বাংলাদেশ হাইকমিশনে হামলা ও ভাঙচুর করা হয়েছে। সেদিন হাইকমিশন অফিসের ভেতরে ঢুকে হামলা করলো, বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করলো।’

ব্রিটিশ সরকারের প্রতি প্রশ্ন রেখে সাবেক মন্ত্রী সেলিম বলেন,  ‘ব্রিটিশ সরকারের কাছে আমার প্রশ্ন, এই সন্ত্রাসী, জঙ্গিরা কিভাবে আমাদের হাইকমিশনে ঢুকলো। এখানে আপনারা কী ব্যবস্থা নিয়েছেন। আজ এখানে (ঢাকায়) আপনাদের  হাইকমিশনে যদি এ ধরনের ঘটনা ঘটতো, সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিতাম ।’

তিনি বলেন, ‘এটা আপনাদের ব্যর্থতা। এর সঙ্গে জড়িত তারেক রহমান। সে একজন সন্ত্রাসী, জঙ্গি ও সাজাপ্রাপ্ত আসামি। আপনাদের ওখানে বসে অপকর্ম করবে, আর আপনারা দেখবেন না- এটা হতে পারে না। আপনাদের বলবো, অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। আইনানুগ ব্যবস্থা নিয়ে যে সাজা হয়, তা দিন।’

তারেক রহমান বাংলাদেশ সরকারের ওয়ান্টেড আসামি উল্লেখ করে শেখ সেলিম বলেন, ‘তারেক রহমান আগেই সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি। এবার তার ১০ বছরের সাজা হয়েছে। সে ওয়ান্টেড আসামি। তাকে এভাবে বিচরণ করতে দিয়ে আপনারা নিজেদের দেশের নিরাপত্তা বিঘ্নিত করছেন। নিজেদের ভাবমূর্তি নষ্ট করছেন। তাকে বাংলাদেশ সরকরের কাছে হস্তান্তর করুন। এই অপকর্ম থেকে যাতে আপনারাও রেহাই পান। ’ 

বাংলাদেশ খালেদা জিয়ার পরিবারের কারণে দেশে-বিদেশে দুর্নীতিবাজ হিসেবে পরিচিতি পেয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এ সময় তিনি ‘ওই পরিবারের মাধ্যমে বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ‘ ফেরত পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত অভিযোগ করে শেখ সেলিম তাকে ওই মামলায় একনম্বর আসামি করার দাবি তোলেন।

 

 

 

/ইএইচএস/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা