X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

খালেদার নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি আদালতের ওপর নির্ভর করছে: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫২

খালেদা জিয়া (ফাইল ফটো) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কিছু করার নেই বলে প্রধান নির্বাচন কমিশনারের বরাত দিয়ে জানিয়েছেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ। বিষয়টি আদালতের ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টারি প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে জেলে রয়েছেন। তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, এ বিষয়ে কোনও কথা হয়েছে কিনা, জানতে চাইলে হেলালুদ্দীন আহমেদ বলেন, এ বিষয়ে প্রতিনিধিদের একজন জানতে চেয়েছিলেন। সিইসি তাদেরকে বলেছেন, এটি আদালতের বিষয়। আদালত যদি অ্যালাউ করেন, তাহলে ইসির কিছু করার নেই। আর না করলেও ইসির কোনও ভূমিকা থাকবে না। কমিশন সংবিধান ও আইন অনুযায়ী সবকিছু করবে।’

ইসির ভারপ্রাপ্ত সচিব বলেন, ইইউ প্রতিনিধিরা আগামী সংসদ এবং রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছিলেন। সিইসি তাদের বলেছেন, রাষ্ট্রপতি পদে সংসদ সদস্যরা ভোট দেন। এবার যেহেতু একজন প্রার্থী ছিলেন। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

ইইউ থেকে দেশের বর্তমান পরিস্থিতি বা নির্বাচনে সম্ভাব্য সহিংসতা রোধের বিষয়ে কোনও পরামর্শ এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে কোনও কথা হয়নি।’

ইসির ভারপ্রাপ্ত সচিব বলেন, ‘প্রতিনিধি দল মূলত আমাদের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন। নির্বাচনে খরচের টাকা কে বহন করে? আমরা বলেছি, নির্বাচন কমিশনের চাহিদা অনুযারী সরকার তা বহন করে থাকে।’

বুধবার বেলা তিনটার দিকে সিইসির সঙ্গে বৈঠকে বসে প্রতিনিধি দল। ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টারি ডেলিগেশন জিম ল্যামবার্ড-এর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।

 

 

/ইএইচএস/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি