X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিএনপির উচিত নির্বাচনে মনোযোগ দেওয়া: ইইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩৯

বিএনপি নেতাদের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক
রাজনৈতিক দল হিসেবে নির্বাচনের দিকে বিএনপির মনোযোগ দেওয়া উচিত বলে মনে করে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। ঢাকা সফররত ইইউ প্রতিনিধি দলের প্রধান জিন ল্যাম্বার্ট বলেন, ‘অবশ্যই এটি বিএনপির জন্য একটি চ্যালেঞ্জের বিষয়। কিন্তু একটি রাজনৈতিক দল হিসেবে তাদের নির্বাচনের দিকে মনোযোগ দেওয়া উচিত।’ বুধবার সন্ধ্যায় ইউরোপিয়ান ইউনিয়ন দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

জিন ল্যাম্বার্ট  বলেন, ‘সংগঠিত হওয়া ও প্রচারণা চালানো এখন বিএনপির জন্য কষ্টসাধ্য। বিষয়টি আমরা নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে উত্থাপিত করেছিলাম।’  তিনি বলেন, ‘ইউরোপিয়ান ইউনয়ন থেকে আগামী জাতীয় নির্বাচনের জন্য একটি পর্যবেক্ষক দল পাঠানোর জন্য বলা হয়েছে। কিন্তু এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। গত জাতীয় নির্বাচনে ইউরোপিয়ান ইউনয়ন থেকে কোনও পর্যবেক্ষক দল পাঠানো হয়নি। কারণ সেখানে কোনও প্রতিদ্বন্দ্বিতা ছিল না।’

ইইউ প্রতিনিধি দলের প্রধান বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব প্রচলিত আইন ও নিয়ম অনুযায়ী কাজ করা, যেন সব দল নির্বাচনে অংশ নিতে পারে।’

মানবাধিকার পরিস্থিতি

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইইউ প্রতিনিধি দলের প্রধান বলেন, ‘সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আমাদের বৈঠকে তারা খসড়া ডিজিটাল আইন, আইসিটি আইন নিয়ে তাদের আশঙ্কার কথা জানিয়েছেন। এছাড়া আমরা ফরেন ডোনেশন অ্যাক্ট নিয়েও উদ্বিগ্ন।’ তিনি বলেন, ‘সরকারের সঙ্গে বৈঠকে আমাদের জানানো হয়েছে, এই আইনগুলো সুশীল সমাজের কোনও প্রতিনিধির বিরুদ্ধে ব্যবহার করা হবে না। আমরা এটি পর্যবেক্ষণ করবো।’

 

/এসএসজেড/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা