X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

ডিএসসিসিতে হবে লিফটসহ সাত ওভারব্রিজ

শাহেদ শফিক
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:২৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৫

ডিএসসিসি রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে লিফটসহ সাতটি ফুটওভার ব্রিজ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মূলত সিঁড়ি ব্যবহারে অনীহা ও প্রতিবন্ধীদের কথা বিবেচনা করে এ উদ্যোগ নিতে যাচ্ছে সংস্থাটি।
জানা গেছে, করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এই ফুটওভার ব্রিজগুলো নির্মাণ করা হবে। স্টিলের তৈরি ব্রিজগুলোতে ছাউনিসহ ২-৩টি আধুনিক লিফট যুক্ত করা হবে। লিফটের পাশাপাশি ব্রিজগুলোতে সাধারণ সিঁড়িও থাকবে। এছাড়া ব্রিজগুলো ফুলগাছসহ নানা উপকরণ দিয়ে সাজানো হবে।
ডিএসসিসির সংশ্লিষ্ট শাখা সূত্রে জানা গেছে, রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের দক্ষিণ পাশের সড়ক সংলগ্ন চাঁনখারপুল, নয়াবাজারের সিরাজদ্দৌলা পার্ক ও নয়াবাজার মার্কেটের মধ্যবর্তী সড়ক, শাঁখারী বাজার মোড় ও ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন ত্রিমুখী সড়ক, কুতুবখালীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে, ঢাকা-সিলেট মহাসড়কের ডেমরা-কাজলা সংলগ্ন সড়ক, মৎস্য ভবন মোড় এবং মগবাজার হলি ফ্যামিলি হাসপাতাল এলাকায় এসব ওভারব্রিজ নির্মাণ করা হবে। এর মধ্যে চাঁনখারপুল, নয়াবাজার ও ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন ত্রিমুখী সড়কের ফুটওভার ব্রিজের নকশা চূড়ান্ত করা হয়েছে। সবগুলোতে খরচ হবে ২৩-২৫ কোটি টাকা।
প্রকল্পের নির্বাহী প্রকৌশলী রাজিব খাদেম বাংলা ট্রিবিউনকে বলেন,‘এখন পর্যন্ত তিনটির নকশা তৈরি করা হলেও তা চূড়ান্ত হয়নি। সাধারণ সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজে পথচারীদের অনীহার কারণেই নতুন ফুটওভার ব্রিজে লিফট যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নির্মাণের পরবর্তী তিন বছর এসব লিফট রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান দায়বদ্ধ থাকবে। এ জন্য সিটি করপোরেশনের কাছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে জামানত রাখতে হবে। তিন বছর পর সিটি করপোরেশন পুরো দায়িত্ব বুঝে পেলে তা রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য জনবল নিয়োগ দেওয়া হবে।’
ডিএসসিসির ওই প্রকৌশলী বলেন, ‘আমাদের দেশের মানুষ সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজ ব্যবহার করতে চান না। তারা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হন। তাছাড়া প্রতিবন্ধীরা ফুটওভার ব্রিজ ব্যবহার করতে পারেন না। সে জন্য নতুন ফুটওভার ব্রিজগুলোতে লিফট যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
প্রকল্প সূত্রে জানা গেছে, চানখাঁরপুল (২২ মিটার) ও নয়াবাজার (২৬ মিটার) ফুটওভার ব্রিজে ২টি সিঁড়ি ও ২টি লিফট, ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন ত্রিমুখী সড়কের (৪২ মিটার) ব্রিজে ২টি সিঁড়ি ও ৩টি লিফট, কুতুবখালীর ব্রিজে (৬০ মিটার) ৪টি সিঁড়ি ও ২টি লিফট, ডেমরা-কাজলা সংলগ্ন সড়ক ফুটওভার ব্রিজে (৬০ মিটার) ৪টি সিঁড়ি ও ৩টি লিফট,মৎস্য ভবন ইন্টারসেকশনের ব্রিজে (৬০ মিটার) ৩টি সিঁড়ি ও ৩টি লিফট এবং হলি ফ্যামিলি হাসপাতাল এলাকার ব্রিজে ২টি সিঁড়ি ও ২টি লিফট যুক্ত করা হবে। সব ব্রিজ স্টিল দিয়ে তৈরি করা হবে।
প্রসঙ্গত, এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীর বনানী ও বিমানবন্দর এলাকায় লিফটসহ দুটি ফুটওভার ব্রিজ নির্মাণ করে। তবে কয়েক মাসের মধ্যেই লিফটগুলো বিকল হয়ে যায়। এ অবস্থায় ফুটওভার ব্রিজে লিফট যুক্ত করা হলেও সেগুলো কতটুকু সচল রাখা বা রক্ষণাবেক্ষণ করা যাবে সে বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন নগরবাসী।

/এসএনএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাস্কুলাইটিস কেড়ে নিলো ইবি শিক্ষার্থীর প্রাণ
ভাস্কুলাইটিস কেড়ে নিলো ইবি শিক্ষার্থীর প্রাণ
সংহতি প্রকাশে ইউক্রেন গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সংহতি প্রকাশে ইউক্রেন গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
উদ্বোধন হলো রেজিস্ট্রেশন কার্যক্রম, ৭ জুন ‘জয় বাংলা ম্যারাথন’
উদ্বোধন হলো রেজিস্ট্রেশন কার্যক্রম, ৭ জুন ‘জয় বাংলা ম্যারাথন’
‘ডিউন’ সিরিজে টাবু
‘ডিউন’ সিরিজে টাবু
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
ইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
গাজায় ইসরায়েলি আগ্রাসনইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেফতার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড্রাইভার
রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেফতার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড্রাইভার