X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশের ভবিষ্যৎ জানতে চেয়েছেন শামীম ওসমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫২আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:১২

সংসদে শামীম ওসমান অধিকার ক্ষুণ্নের নোটিশ দিয়ে কোনও সুরাহা না পেয়ে সংসদে আবারও ক্ষোভ প্রকাশ করলেন নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত সরকারি দলের সংসদ সদস্য শামীম ওসমান।  একবছর আগে দেওয়া নোটিশের জবাব না পেয়ে হতাশা প্রকাশ করে নোটিশের ভবিষ্যৎ জানতে চান সরকারি দলের এই সদস্য।  বৈঠকে সভাপতির দায়িত্বে থাকা স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জবাবে বলেন, ‘বিশেষ অধিকার সম্পর্কিত সংসদীয় কমিটিতে আপনারটিসহ আরও কিছু নোটিশ পেন্ডিং রয়েছে। এগুলোর সিদ্ধান্ত জানানো হবে ।’
এর আগে বৃহস্পতিার সংসদে পয়েন্ট অব অর্ডারে নিজের নোটিশের প্রসঙ্গ টেনে শামীম ওসমান স্পিকারকে উদ্দেশ করে বলেন, ‘মাননীয় স্পিকার আপনি অবগত আছেন একবছর আগে কিছু পত্রিকায় প্রকাশিত নিউজের কারণে অধিকার ক্ষুণ্নের নোটিশ দিয়েছিলাম। একবছর পেরিয়ে গেছে কোনও রেজাল্ট পাইনি।’
কোনও পত্রিকার নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘যেসব পত্রিকা আমাদের বিরুদ্ধে লিখেছিল, বিশেষ করে যে পত্রিকাটি বা যে পত্রিকার গ্রুপটি ওয়ান ইলেভেন সৃষ্টির চেষ্টা করেছিল, অথবা নবী করিম (সা.) কে নিয়ে  ব্যাঙ্গ চিত্র এঁকেছিল, অথবা আমার মহান নেত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাঁড় করিয়েছিল, গত কয়েকদিন ধরে দেখছি, তারা নতুন করে আবারও আমাদের বিভিন্ন সংসদ সদস্যের চরিত্র হনন শুরু করেছে।’
তিনি বলেন, ‘দেশে সৎ সাংবাদিকতা ৯৯ শতাংশ। এক শতাংশ অসৎ, যারা সংবাদ মাধ্যমকে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। গত কিছুদিন ধরে দেখছি, বিভিন্ন আকার ইঙ্গিতে বিভিন্ন ধরনের নিউজ করে দেশকে অশান্ত করার চেষ্টা করছে। তারা কিন্তু বারবার আমাদের ক্ষত-বিক্ষত করবে। আমি এদের সঙ্গে লড়াই করতে অভ্যস্ত। কারণ, আমি সত্যের সঙ্গে আছি। জানতে চাই, অধিকার ক্ষুণ্নের নোটিশটির ভবিষ্যৎ কী।’

জবাবে স্পিকার বলেন, ‘আপনার নোটিশ গ্রহণ করা হয়েছিল। বিশেষ অধিকার কমিটিতে পেন্ডিং আছে। আরও কয়েকটি বিশেষ অধিকারের নোটিশ এসেছে। সিদ্ধান্ত জানানো হবে।’

শামীম ওসমান গত অধিবেশনে (১৬ নভেম্বর) সংসদে পয়েন্ট অব অর্ডারে এই বিষয়টি নিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান। একইসঙ্গে সংসদ সচিবালয়কে নোটিশটি স্পিকারের গোচরে আনার পরামর্শ দেন।

প্রসঙ্গত, গত বছরের ১৬ ফেব্রুয়ারি শামীম ওসমান অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন, বাংলা দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি অবজারভারের বিরুদ্ধে বিশেষ অধিকার ক্ষুণ্নে নোটিশ আনেন। তবে বাংলা ট্রিবিউন ও প্রথম আলোর বিরুদ্ধে আনা অভিযোগ বিশেষ অধিকার ক্ষুণ্নের শর্তাবলী পূরণ না হওয়ায়, স্পিকার তা গ্রহণ করেননি। অন্যদিকে অবজারভারের বিরুদ্ধে একই অভিযোগ আরেকজন সংসদ সদস্য  আগেই আনায়, তা বিশেষ অধিকার ক্ষুণ্ন সম্পর্কিত সংসদীয় কমিটিকে পাঠানো হয়।

 

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
হাসপাতালে ভর্তি হয়ে দোয়া চাইলেন শামীম ওসমান
শামীম ওসমানের অনুরোধে গান গাইলেন প্রতিমন্ত্রী
অটোরিকশা বন্ধের দাবি শামীম ওসমানের, ‘বাংলার টেসলা’ বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়