X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সংশোধিত শিশু আইন দ্রুত পাস করানোর তাগিদ হাইকোর্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২৭

সুপ্রিম কোর্ট চলতি সংসদ অধিবেশনে 'সংশোধিত শিশু আইন-২০১৩' পাস করতে জোর তাগিদ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে সরকারের অগ্রগতি জানাতে আগামী ২৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। এছাড়াও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষে সংশোধিত আইনের খসড়ার অগ্রগতি সম্পর্কে আদালতকে অবহিত করেন ব্যারিস্টার আশিকুর রহমান।

আশিকুর রহমান আদালতকে জানান, শিশু আইনের সংশোধনীর খসড়াটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে আইনটি এ অবস্থাতেই রয়েছে।

আদালত বলেন, ‘কাজটি এত ধীর গতিতে চলছে, তাতে চলতি সংসদ অধিবেশনের আর মাত্র কয়েকটা দিনের মধ্যে আইনটি পাস হবে কি? আমরা আজ অগ্রগতি সম্পর্কে জানলাম। বিষয়টি ২৫ মার্চ পর্যন্ত মুলতবি করলাম। আশা করি চলতি সংসদে এটি পাস হবে।’

শিশু আইন নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে বিচারপতিদের অনুষ্ঠিত এক অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে আদালত বলেন, ‘গতকাল অনেক প্রশ্ন উঠেছে। এসব সংশোধনী না হওয়ার কারণে অনেক প্রশ্নের উত্তর দেওয়া যায়নি।’

এর আগে ১২ ফেব্রুয়ারি সংশোধিত শিশু আইন-২০১৩ এর অস্পষ্টতা দূরীকরণে সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জানাতে নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে সমাজ কল্যাণ সচিবকে এ বিষয়ে লিখিতভাবে আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই সমাজ কল্যাণ মন্ত্রণালয় আইনের সংশোধনী সম্পর্কে রবিবার আদালতকে অবহিত করেন।

প্রসঙ্গত, গত বছরের ১২ নভেম্বর হাইকোর্ট শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক আসামিদের বিচার কোন আইনে, কোন আদালতে হবে, তা স্পষ্ট করতে শিশু আইন-২০১৩ সংশোধনে সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দেয়।

পরে গত ১৫ জানুয়ারি শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রাপ্তবয়স্ক আসামিদের বিচারে স্পষ্ট আইন তৈরি করতে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক শিশু আইনের সংশোধিত খসড়া আদালতে দাখিল করে রাষ্ট্রপক্ষ।

বিদ্যমান আইনটির ‘শিশু ও প্রাপ্তবয়স্ক অপরাধীর একত্রে চার্জশিট প্রদান নিষিদ্ধ’ ১৫ ধারায় বলা হয়েছে, ‘ফৌজদারি কার্যবিধির ধারা ২৩৯ অথবা আপাততঃ বলবৎ অন্য কোনও আইনে যাহা কিছুই থাকুক না কেন, শিশুকে কোনও প্রাপ্তবয়স্ক অপরাধীর সঙ্গে একসঙ্গে কোনও অপরাধের দায়ে অভিযুক্ত করিয়া একত্রে চার্জশিট প্রদান করা যাবে না।’

 

 

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া