X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুই ভাষা আন্দোলনের সূত্রপাত করে দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৫

বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘বঙ্গবন্ধুই ভাষা আন্দোলনের সূত্রপাত করে দিয়েছিলেন। এ কারণেই আজ আর্ন্তজাতিকভাবে অমর একুশের দিবসটি পালিত হচ্ছে। ১৯৫২ সালের পর ৫৪, এরপর ৬২, পরে ৬৬ ও ৬৯–এর পরই মহান মুক্তিযুদ্ধ। ধাপের পরে ধাপ পেরিয়ে আমরা এ দেশটাকে স্বাধীন করেছি।’

বুধবার (২১ ফেব্রুয়ারি) উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪, বাংলাদেশ ক্লাব লিমিটেড ও হাটি হাটি খাই খাই এর উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক ডা. আনিসুজ্জামান, এ কে এম রহমত উল্লাহ প্রমুখ।

মন্ত্রী বলেন, ‘এদেশ স্বাধীনের মূলে ছিল বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি। আজকে বিশ্বে বাংলাদেশের কথা সবাই চিন্তা করে, বাংলাদেশের কথা এলে সবাই সমীহ করে। বাংলাদেশ আর কোনও দিন পিছিয়ে থাকবে না। এ দেশ আর কোনও দিন অন্ধকারে নিমজ্জিত হবে না। বাংলাদেশের বীরত্বের ইতিহাস রয়েছে, আমরা এজন্যই এগিয়ে যাচ্ছি।’

এ অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আতিকুল ইসলাম। এ অনুষ্ঠানের আয়োজনের জন্য মন্ত্রী তার প্রশংসা করে বলেন, ‘তিনি একজন পরিচ্ছন্ন ব্যক্তিত্ব, নেতৃত্ব দেওয়ার মতো গুণ তার মধ্যে রয়েছে। আগামীতে তাকে নগরপিতা হিসেবে দেখতে চাই।’

অনুষ্ঠানে পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী বলেন, ‘পৃথিবীতে ভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস বিরল। এছাড়া, সূদুর সিয়েরা লিওন বাংলা ভাষাকে তাদের ভাষার মর্যাদা দিয়েছে। সারাবিশ্বে দিবসটি আর্ন্তজাতিকভাবে পালিত হচ্ছে, এটা আমাদের জন্য গর্বের।’

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘সারাবিশ্বের প্রায় ৩৫ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। তারা কোনও না কোনোভাবে দিবসটি পালন করছে। বাংলা ভাষা পৃথিবীর সাত নম্বর ভাষা। জাপান ও চীনে বংলা ভাষার গবেষণা হচ্ছে। একসময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে বাংলা ভাষায় মানুষ পড়তে আসবে বলে বিশ্বাস করি।’

অনুষ্ঠানে বিশিষ্ট অভিনেতা রামেন্দু মজুমদার বলেন, ‘সরকারি-বেসরকারিভাবে বাংলা ভাষার ব্যবহার বাড়ানো প্রয়োজন।’

ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম বলেন, ‘বিশ্বের কোথাও রক্ত দিয়ে ভাষা রচিত হয়নি, একমাত্র বাংলাদেশ ছাড়া। বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘স্মার্টফোনের মাধ্যমে হতাশা তৈরি হচ্ছে। সন্তানের দিকে সবার খেয়াল রাখতে হবে। আমরা স্মার্টফোন দিয়ে ভালো কিছু শিখতে চাই।’ এসময় তিনি উত্তরাবাসীর জন্য জাতীয়ভাবে বইমেলা আয়োজনের দাবি জানান।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২৫০ জনের মধ্য থেকে বিজয়ী পাঁচ জনের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

 

 

 

 

 

/এসএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক