X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

লন্ডনে বঙ্গবন্ধুর ছবিতে হামলায় জড়িতদের নাগরিকত্ব বাতিলের দাবি

অহিদুল ইসলাম, সৌদি আরব
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩০

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে ভাষা দিবসের অনুষ্ঠানে অতিথিরা (ছবি: সংগৃহীত) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলাকারীদের নাগরিকত্ব বাতিলের দাবি উঠেছে। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় বক্তারা এই দাবি জানান। তাদের মন্তব্য, ‘দূতাবাসের ভেতরে ঢুকে যারা বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করে, তারা জাতি হিসেবে বাঙালি হতে পারে না।’

লন্ডনে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। সরকারের বিশেষ নজরদারি ও সেখানকার দূতাবাসের মাধ্যমে দোষীদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

রিয়াদ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ শাহবাজ বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির রায়কে কেন্দ্র করে এ ধরনের আচরণ গভীর ষড়যন্ত্রমূলক। বিএনপির এখন আর কিছুই করার নেই। এ কারণে তারা এমন আরও অনেক কিছু ঘটাতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’

বুধবার (২১ ফেব্রয়ারি) সকালে দূতাবাসের অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রবাসীরা। এর আগে শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিত করেন রাষ্টদূত গোলাম মসিহ। পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাণী পাঠ করেন দূতাবাসের কনস্যুলাররা। এ সময় ছিলেন রিয়াদের চিকিৎসক, প্রকৌশলী, সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশার সাধারণ প্রবাসীরা।
এতে বক্তব্য রাখেন রিয়াদের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ চিকিৎসক ও প্রকৌশলী সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের কার্যালয় প্রধান ড. ফরিদউদ্দিন। এখানে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

রাষ্ট্রদূত গোলাম মসিহ বলেন, ‘মাতৃভাষার জন্য আত্মদান পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার ফলে দিবসটি আজ সারাবিশ্বে পালিত হচ্ছে।’

ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতাবিরোধীদের যে কোনও ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা। আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য প্রবাস থেকে আওয়ামী পরিবারভুক্ত সংগঠনগুলোকে একযোগে কাজ করার কথাও বলেন তিনি।

একুশের চেতনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ ও ২০৪১-এর ভিশন বাস্তবায়নে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রদূত গোলাম মসিহ।

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে গত ৭ ফেব্রুয়ারি যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ থেকে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে হামলা চালানো হয়। বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বিএনপি নেতাকর্মীরা স্মারকলিপি দেওয়ার নামে জোর করে হাইকমিশনে প্রবেশ করে। এরপর তারা হাইকমিশনের কর্মীদের ওপর হামলা চালায় ও আসবাবপত্রসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করে।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন