X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভারতের সেনাপ্রধানের বক্তব্যে বাংলাদেশের প্রতিক্রিয়া নেই!

শেখ শাহরিয়ার জামান
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৫৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০০

জেনারেল বিপিন রাওয়াত ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াতের সাম্প্রতিক মন্তব্যে খোদ দেশটিতেই বিতর্ক তৈরি হয়েছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

বিপিন রাওয়াতের দাবি, ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে অস্থির রাখতে চীনের সমর্থন নিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ওই এলাকার দিকে ঠেলে দিচ্ছে পাকিস্তান।

২১ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে দেওয়া সেনাপ্রধানের এমন বক্তব্যের বাংলাদেশ ও ভারতে সমালোচনা হলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।

এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া আছে কিনা, সরকারের বিভিন্ন পর্যায়ে জানতে চাইলে বলা হয়, কোনও মন্তব্য নেই।

এ বিষয়ে জানতে চাইলে ভারতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত টিকে হায়দার বলেন, ‘সরকারের কাছ থেকে একটি সাধারণ প্রতিক্রিয়া আসা খুব স্বাভাবিক বিষয়।’

তিনি বলেন, ‘ভারতের সেনাপ্রধান তার বক্তব্যে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের কথা বলেছেন। এখানে বাংলাদেশকে একটি সুবিধাভোগী দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে যার প্রতিক্রিয়া হতেই পারে।’

তিনি আরও বলেন, আসাম অঞ্চলের সীমান্ত পুরোটাই বেড়া দেওয়া। আমরা এমন কোনও রিপোর্টও দেখিনি যে, বাংলাদেশ থেকে সেখানে লোক যাচ্ছে। এ অবস্থায় তিনি (ভারতের সেনাপ্রধান) একটি ভিত্তিহীন মন্তব্য করেছেন।’

একই মনোভাব পোষণ করে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, ‘বিষয়টি নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে জনগণের স্বাভাবিক প্রত্যাশা, এ বিষয়ে একটি প্রতিক্রিয়া দেখানো।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে একটি ক্ল্যারিফিকেশন চাওয়া যেতে পারে–কেন এবং কী পরিপ্রেক্ষিতে ভারতের সেনাপ্রধানের কাছ থেকে এ ধরনের মন্তব্য করা হলো।’

সাবেক এই রাষ্ট্রদূত মনে করেন, সেনাপ্রধান বিপিন রাওয়াতের এই মন্তব্য বাংলাদেশ-ভারতের সম্পর্কের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে না।

 

 

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া