X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
নেপাল থেকে আশিক কাঞ্চন

‘বাংলাদেশি আহতদের সঙ্গে কথা বলেছি, নিহতদের শনাক্তে কাজ করছি’

উদিসা ইসলাম
১২ মার্চ ২০১৮, ২১:৩৯আপডেট : ১২ মার্চ ২০১৮, ২১:৪৮

আশিক কাঞ্চন (বাঁয়ে), আহতদের জন্য কাজ করছেন তিনি নেপালে বাংলাদেশি আহতদের কারও কারও সঙ্গে হাসপাতালে গিয়ে কথা বলেছি। তাদের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। আর ঘটনার পর থেকে বিভিন্ন হাসপাতালে গিয়ে নিহতদের ছবি তুলে ফেসবুকের মাধ্যমে পরিচয় জানার চেষ্টা করছি।
কাঠমান্ডু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি যাত্রীদের তালিকা কথাগুলো বলছিলেন আশিক কাঞ্চন। নেপালে প্রবাসী এই বাংলাদেশি তরুণ কাজ করেন উইন্ডমিল নামে একটি কোম্পানিতে। সোমবার (১২ মার্চ) রাতে আশিক কাঞ্চনের সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউনের।
রেজওয়ানুল হক নামে এক আরোহী ওম হাসপাতালে অবস্থান করছে জানিয়ে আশিক কাঞ্চন বলেন, ‘তিনি (রেজওয়ানুল) আইসিইউতে আছেন। কথা বলেছেন। চেতনা পেয়ে স্ত্রীর কথা জানতে চেয়েছেন।’ তার স্ত্রী তাহেরা শশীকে পাওয়া যাচ্ছিল না। পরে ফেসবুকে আহত একজনের ছবি দিয়ে কাঞ্চন জানতে চান ইনিই তাহেরা শশী কি না। সেখানে একজন কমেন্টে নিশ্চিত করেছেন, তিনিই শশী।
বিকালের পর থেকে কাঞ্চন নিরলসভাবে কাজটি করে যাচ্ছেন। কাঠমান্ডু হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের তালিকা তিনি ফেসবুকে দিয়েছেন। কারা কোন বিভাগে ভর্তি, সে তথ্যও সেই তালিকায় উল্লেখ আছে।
রাত সাড়ে ৮টায় কাঞ্চন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এখন পর্যন্ত সব হাসপাতালে যেতে পারিনি। ইমরানা কবীর নামের রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক কাঠমান্ডু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। উনি আইসিইউতে আছেন। কিন্তু রকিবুল হাসান বা হোসেন নামের একজন মারা গেছেন বলেও নিশ্চিত হয়েছি আমি। তিনি এ নিয়ে ফেসবুকে একটি পোস্টও দেন। যেখানে এসে একজন কমেন্ট করেন, হয়তো তিনি ইমরানা কবীরের স্বামী।’
আহতদের অবস্থা কেমন— জানতে চাইলে তিনি বলেন, ‘আহতদের বেশিরভাগেরই বোঝার উপায় নেই তাদের ইনজুরিটা কোন স্তরের। কারণ তাদের দেখে বোঝার উপায় নেই। তবে পুড়ে যাওয়াটা সবার ক্ষেত্রেই বুঝা যাচ্ছে। আমি আরেকটি হাসপাতালের দিকে যাবো এখন। ঘণ্টাখানেক পরে আবারও আপডেট দেওয়া সম্ভব হবে।’
নেপালের ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানের ৫০ আরোহীর প্রাণহানির খবর নিশ্চিত করেছে নেপালের সেনাসূত্র। ইউএস বাংলা এয়ারলাইন্স সূত্র বলছে, উড়োজাহাজটিতে ৩২ বাংলাদেশি যাত্রী ছিলেন। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও জানানো হয়নি। দুপুর ১২টা ৫১ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি ছেড়ে যায়। নেপালে পৌঁছানোর পর স্থানীয় সময় ২টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় ৩টা ৫ মিনিট) এটি বিধ্বস্ত হয়।
আরও পড়ুন-

বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার

তথ্য দিতে আরও ঘণ্টাখানেক লাগবে: বিমানমন্ত্রী

বিধ্বস্ত বিমানের সব যাত্রী বীমা সুবিধা পাবেন: ত্রাণমন্ত্রী

বিধ্বস্ত বিমানের বাংলাদেশি আরোহী ৩২, নেপালি ৩৩

নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বেঁচে যাওয়া নেপালি

সংবাদ সম্মেলনে যা জানালো ইউএস বাংলা এয়ারলাইন্স

চিকিৎসকদের দল পাঠানো হবে নেপালে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত যা জানা গেছে
নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত: উদ্ধার অভিযানের ভিডিও

নেপালে বিধ্বস্ত বিমানে ছিলেন রাগীব রাবেয়া মেডিক্যালের ১৩ শিক্ষার্থী
বিধ্বস্ত উড়োজাহাজে থাকা যাত্রীদের তথ্য পেতে ইউএস বাংলার হটলাইন

কাঠমান্ডু যাচ্ছেন ইউএস বাংলা ও সিভিল এভিয়েশেনের কর্মকর্তারা

অবতরণের আগে কন্ট্রোল রুম থেকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছিল: ইউএস বাংলার সিইও

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে গোলাগুলি: নাফ নদে ঘুরে গেলো মিয়ানমারের যুদ্ধজাহাজ
সীমান্তে গোলাগুলি: নাফ নদে ঘুরে গেলো মিয়ানমারের যুদ্ধজাহাজ
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ