X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

স্বজনদের অপেক্ষা

উদিসা ইসলাম
১৫ মার্চ ২০১৮, ২২:৫৯আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১২:৪৯





নেপালে ইউএস-বাংলা বিমান বিধ্বস্ত

নেপালে ইউএস- বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের তিন দিন অতিবাহিত হলেও এখনও শেষ হয়নি স্বজনদের অপেক্ষা। গত মঙ্গলবার (১৩ মার্চ) স্বজনেরা কাঠমান্ডুতে গেলেও আজও  দেখতে পারেননি নিহতদের মুখ। এদিকে নিহত ২৬ জন  বাংলাদেশির মধ্যে কেবল আট জনের পরিচয় শনাক্ত করা গেছে। অন্যদের ডিএনএ স্যাম্পল নিয়ে প্রোফাইলিং শেষে তবেই স্বজনদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সবমিলিয়ে এখনও নিশ্চিত করে জানা যাচ্ছে না, বাকি ১৭ জনের মরদেহ কবে নাগাদ ফেরত পাওয়া যাবে।

গত সোমবার (১২ মার্চ) নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা’র একটি বিমান ৬৭ জন যাত্রী ও চার জন ক্রু নিয়ে বিধ্বস্ত হয়। এতে ৫১ জন নিহত হন। এর মধ্যে ২৬ জন বাংলাদেশি।

নেপালে বাংলাদেশি মেডিক্যাল টিম

পরিচয় শনাক্তের বিষয়ে সতর্কতা অবলম্বনের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে নিহত বাংলাদেশিদের ডিএনএ’র নমুনা সংগ্রহের জন্য একটি মেডিক্যাল টিম নেপালে গেছে। ছয় সদস্যের মেডিক্যাল টিম ও সিআইডি’র দুজন কর্মকর্তা বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নেপালের উদ্দেশে রওনা দেয়।

আহতরা যেমন আছেন

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস সাংবাদিকদের জানিয়েছেন, ইউএস-বাংলা’র বিমান বিধ্বস্তের ঘটনায় আহত বাংলাদেশিদের অবস্থা উন্নতির দিকে। তিনি বলেন, ‘উনারা সবাই স্টেবল আছেন। একজনের অবস্থা একটু সিরিয়াস। তাকে কয়েকজন ডাক্তার দেখবেন। এছাড়া, সবাই স্থিতিশীল আছেন। দুয়েক দিনের মধ্যেই তারা চলে যেতে পারবেন। আমরা পাঠানোর ব্যবস্থা করবো।’

এদিকে আহত বাংলাদেশি নাগরিক ইমরানা কবীরের (৩০) শারীরিক অবস্থা অবনতিশীল বলে জানিয়েছেন ডিজাস্টার টিমের কো-অর্ডিনেটর ডা. রাজীব রাজ মানান্ধর। বৃহস্পতিবার দুপুরে কাঠমান্ডু মেডিক্যাল কলেজ (কেএমসি) হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সর্বশেষ অবস্থা জানানোর সময় তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, আহত বাংলাদেশিদের মধ্যে  শেখ রুবায়েত রশীদ (৩০) ও কবীর হুসাইনের (৫২) অবস্থা জটিল হলেও  স্থিতিশীল রয়েছে।
এদিকে দূতাবাস বলছে, আহত ১০ বাংলাদেশির মধ্যে সাত জনকে কাঠমান্ডু ছাড়ার অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। এরই মধ্যে তাদের একজনকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। অন্য ছয় জনও যেকোনও সময় কাঠমান্ডু ছাড়তে পারবেন। তবে বাকি তিন বাংলাদেশির বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কথা বলেছেন আহতদের কেউ কেউ
গাজীপুরের একই পরিবারের  ফারুক আহমেদ (৩২), তার স্ত্রী আলমুন নাহার অ্যানি (২৫), তাদের তিন বছর বয়সী সন্তান তামারা এবং  নগরহাওলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মেহেদী হাসান (৩৩) ও তার স্ত্রী সাঈদা কামরুন্নাহার স্বর্ণা আক্তার বেড়াতে গিয়েছিলেন নেপালে। বিমান বিধ্বস্ত হলে নিহত হন ফারুক আহমেদ ও তার তিন বছরের মেয়ে তামারা।

নিহত ফারুকের স্ত্রী অ্যানি, মেহেদী হাসান ও তার স্ত্রী স্বর্ণা বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। অ্যানি তার স্বামী ও সন্তান হারানোর কথা এখনও জানেন না। তিনি বলেন, ‘আমার সন্তান ও স্বামী পুড়ে গেছে। ওদের সিঙ্গাপুরে নেওয়া হয়েছে আজ। আমি ভালো আছি, ওরা ভালো নেই। সাঈদা কামরুন্নাহার স্বর্ণা দেশে ফিরতে চান, তবে তা কোনোভাবেই বিমানে না। তিনি বলেন, ‘আমি বাড়ি গিয়ে চিকিৎসা নেবো, তবে প্লেনে যাবো না। বিমানটি যখন ক্র্যাশ করেছে তখনই বুঝতে পেরেছি। দেখেছি, প্লেনটা বাকা হয়ে ছিল।

আহত  আরেক যাত্রী শাহীন বেপারির স্বজনরা কেউ এখনও নেপালে যাননি। তিনিও দেশে ফিরতে চান। শাহীন বলেন, ‘দেশে গিয়ে চিকিৎসা করলে ভালো। আত্মীয়-স্বজন পাশে থাকবে। চিকিৎসকরা বলেছেন, আমার মূলত পুড়ে যাওয়ার সমস্যা। শরীরের ২৫ ভাগ পুড়ে গেছে।’

ডিএনএ টিমের সারাদিন

সারাদিনের কাজ শেষে বিকালে মেডিক্যাল টিমের সদস্য ও ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ বলেন, ‘নিহতদের শনাক্ত হওয়া দেহ (বডি) কাল-পরশুই স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে। এ পর্যন্ত ৩৫ জনের লাশের কাজ শেষ করেছি। আগামীকালের (১৬ মার্চ) মধ্যে আমাদের কাজ শেষ করতে পারবো। পরদিন (১৭ মার্চ) থেকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করতে পারবো। কিছু লাশ দেখে শনাক্ত করা যাচ্ছে না। ডিএনএ প্রোফাইল করতে হবে। সেগুলোর ক্ষেত্রে আরও সময় লাগবে।’

তদন্ত কতদূর

সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাইম হাসান বৃহস্পতিবার (১৫ মার্চ) বলেন, ‘প্লেন দুর্ঘটনার ঘটনা তদন্তে দীর্ঘ সময় লাগতে পারে। দুর্ঘটনার পর থেকে তদন্ত শুরু হয়েছে। কিন্তু এটা দীর্ঘ সময়ের ব্যাপার।’ তিনি বলেন, ‘ব্ল্যাক বক্স কানাডায় পাঠানো হবে, ইক্যুপমেন্ট টেস্টের বিষয় আছে। ৩৬৫ দিনও লাগতে পারে। তবে ফিক্সড কোনও টাইম নাই। প্রয়োজনে আরও বেশি সময় নেওয়া যেতে পেরে।’

 

 

/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের দেরিতে সংসদীয় কমিটির ক্ষোভ
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়