X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নেপাল থেকে মৃতদেহ আসতে পারে মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৮, ১১:২৫আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১১:২৮

শনিবার থেকে নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের শনাক্তকরণ শুরু হয়েছে। যাদের শনাক্ত করা যাবে তাদের মৃতদেহ মঙ্গলবার ঢাকায় আসবে। এছাড়া যাদের শনাক্ত করা যাবে না তাদের ক্ষেত্রে ডিএনএ টেস্ট করা লাগবে এবং এ জন্য তিন সপ্তাহের প্রয়োজন হবে।

নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের লাশ কাঠমান্ডুতে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস নিহতের স্বজনদের এ বিষয়ে ব্রিফ করে এ তথ্য জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেরিত এক তথ্য বিবরণীতে বলা হয়, এরইমধ্যে ৪৯ জনের পোস্টমর্টেম হয়ে গেছে এবং ধারণা করা হচ্ছে ১০ থেকে ১২ জনের ডিএনএ টেস্ট করা লাগতে পারে। এই ৪৯ জনের মধ্যে ২৬ জন বাংলাদেশি।

এদিকে, বাংলাদেশ থেকে পাঠানো মেডিক্যাল টিম ডিএনএ স্যাম্পল সংগ্রহ সম্পন্ন করেছে এবং আগামী রবিবার থেকে ঢাকায় আত্মীয়দের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হবে। ফরেনসিক বিশেষজ্ঞ নিহতদের আত্মীয়দের জানান, মৃতদেহ পরিস্কার ও কফিনে রাখার জন্য একদিন সময় লাগবে।

আত্মীয়দের পক্ষ ধর্মীয় রিচুয়াল দূতাবাসে সম্পন্ন করার অনুরোধ জানানো হলে রাষ্ট্রদূত তাদের জানান, এর ফলে ফেরত পাঠানোর প্রক্রিয়া দেরি হতে পারে। তখন স্বজনদের পক্ষ থেকে জানানো হয় এতে কোনও অসুবিধা নেই। মৃতদেহগুলি নেপাল কর্তৃপক্ষ দূতাবাসের কাছে হস্তান্তর করবে এবং আত্মীয়রা সেটি ঢাকায় গ্রহণ করবে। এই প্রক্রিয়ার জন্য সব নেপালে অবস্থিত স্বজনদের একটি ফর্ম দেওয়া হয়েছে যাতে লেখা থাকবে কে বিমানবন্দরে মৃতদেহ গ্রহণ করবে।

মৃতদেহ ফেরত দেওয়ার সময়ে উপরোক্ত ফর্ম, কাস্টমস থেকে প্রদত্ত ফর্ম এবং ডেথ সার্টিফিকেট এই তিনটি ডকুমেন্ট প্রয়োজন হবে। দূতাবাস থেকে কাস্টমস ফর্ম এরইমধ্যে আত্মীয়দের সরবরাহ করা হয়েছে। ইউএস বাংলা এসব মৃতদেহ পরিবহন করবে।

/এসএসজেড/এমও/
সম্পর্কিত
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের দেরিতে সংসদীয় কমিটির ক্ষোভ
সর্বশেষ খবর
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা