X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নেপালের হাসপাতালে অপেক্ষায় নিহতদের স্বজনরা

শরীফুল ইসলাম, কাঠমান্ডু থেকে
১৭ মার্চ ২০১৮, ১৩:৪০আপডেট : ১৮ মার্চ ২০১৮, ০৬:৩৪

নেপালের হাসপাতালে অপেক্ষায় নিহতদের স্বজনরা (ছবি: রাজীব ধর) নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালের সামনে এখন ইউএস-বাংলা উড়োজাহাজ বিধ্বস্তে নিহতদের স্বজনদের ভিড়। শনিবার (১৭ মার্চ) মরদেহ দেখার সুযোগ মিলবে বলে আশাবাদী তারা। এদিন মরদেহ শনাক্তকরণ শুরু হবে জেনে সকাল থেকে হাসপাতালে জড়ো হয়েছেন এই বাংলাদেশিরা।

উড়োজাহাজ দুর্ঘটনার পর থেকে প্রতিনিয়ত বিভিন্ন খবর জানতে পারলেও এখনও লাশ দেখতে পারেননি স্বজনরা। শনিবারও যে সেই সুযোগ হবে তা নিশ্চিত নয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শনাক্তকরণের সব প্রক্রিয়া সম্পন্ন শেষে নিশ্চিত না হওয়া পর্যন্ত মরদেহ হস্তান্তর করা হবে না।

এদিকে নেপালে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহতদের লাশ শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ড. সোহেল মাহমুদ। তিনি বলেছেন, ‘নিহতদের লাশ শনাক্তকরণের প্রক্রিয়া শুরু করেছেন চিকিৎসকরা। শনিবার বিকালের মধ্যে স্বজনরা মরদেহ দেখতে পারবেন।’

নেপালের হাসপাতালে অপেক্ষায় নিহতদের স্বজনরা (ছবি: রাজীব ধর) নেপাল প্রবাসী বাংলাদেশি আশিক কাঞ্চন দুর্ঘটনার দিন থেকেই হতাহতের স্বজনদের সহায়তায় ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালে আছেন। তিনি শনিবার বাংলা ট্রিবিউনকে জানান, পরিবারের দেওয়া সম্ভাব্য শনাক্তকরণের তথ্যের সঙ্গে ময়নাতদন্তের তথ্য মিলিয়ে দেখার কাজ চলছে। শনিবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত ৪০টি মরদেহের ক্রসম্যাচিং শেষ হয়েছে। এরপর পুলিশের কিছু প্রক্রিয়া রয়েছে। সব মরদেহ ক্রসম্যাচিং সম্পন্ন হলে পুলিশের সঙ্গে মিলিয়ে তারপর তালিকা প্রকাশ করা হবে।

(ডানে) বিলকিস আরার স্বামী আজিজুল হক (ছবি: রাজীব ধর) এদিকে নিহত বিলকিস আরার স্বামী ও পিয়াস রায়ের বাবা তাদের অ্যান্টিমর্টেম ফর্ম জমা দিয়েছেন শনিবার। একইসঙ্গে মিনহাজ, প্রিয়ক ও আহমেদ ফয়সালের তথ্য কিছু বাকি ছিল, সেগুলো যাচাই করে নেওয়া হয়েছে।

গত ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগ-মুহূর্তে পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। ৬৭ যাত্রী ও চার ক্রুসহ ৭১ জন আরোহী ছিলেন ওই ফ্লাইটে। এর মধ্যে ৪৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাংলাদেশের ২৬ জন ও নেপালের ২১ জন। এছাড়া চীন ও মালদ্বীপের একজন করে যাত্রী নিহত হন। আহতদের মধ্যে ১০ জন বাংলাদেশি ও ১২ জন নেপালের নাগরিক।

নেপালের হাসপাতালে অপেক্ষায় নিহতদের স্বজনরা (ছবি: রাজীব ধর) ওই ফ্লাইটে থাকা আহত ১০ বাংলাদেশির মধ্যে পাঁচ জন নেপালের হাসপাতাল ছেড়েছেন। তাদের মধ্যে রেজওয়ানুলকে কাঠমান্ডুর ওএম হাসপাতাল থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। আর শাহরিন আহমেদ, মেহেদী হাসান, তার স্ত্রী সৈয়দা কামরুন নাহার স্বর্ণা ও মেহেদীর ভাবি আলমুন নাহার অ্যানি কাঠমান্ডুর কেএমসি থেকে দেশে ফিরেছেন। তাদেরকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে।

/ইউআই/জেএইচ/
সম্পর্কিত
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের দেরিতে সংসদীয় কমিটির ক্ষোভ
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা