X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নেপালে চিকিৎসাধীন বাংলাদেশিদের সবশেষ অবস্থা (ভিডিও)

শরীফুল ইসলাম, কাঠমান্ডু থেকে
১৭ মার্চ ২০১৮, ১৫:৪২আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৭:০৮

ডা. হোসাইন ইমাম নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহত যাত্রীদের মধ্যে ইমরানা কবীর ও ইয়াকুব আলীকে উন্নত চিকিৎসার জন্য যথাক্রমে সিঙ্গাপুর ও দিল্লি নেওয়া হবে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক ডা. হোসাইন ইমাম এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ থেকে নেপালে যাওয়া চিকিৎসকদের প্রতিনিধি দলে আছেন তিনি। তার ভাষ্য, ‘এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া গেলেই ইমরানা ও ইয়াকুবকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে।’
তবে ইমরানা কবীর ও ইয়াকুব আলী এখনও শঙ্কামুক্ত নন বলেও জানিয়ে রাখলেন এই চিকিৎসক। ইমরানার বাবা আর কাঠমাণ্ডু মেডিক্যাল কলেজের মেডিক্যাল বোর্ডের সঙ্গে আলোচনা করেছেন তারা। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে।
এদিকে নরভিক হাসপাতালে চিকিৎসাধীন ইয়াকুব আলী মাথায় চোট পেয়েছেন। ডা. হোসাইন ইমামের বর্ণনায়, তার অবস্থা অনেকখানি স্থিতিশীল। কিন্তু যেহেতু মাথায় আঘাত পেয়েছেন, তাই তাকেও উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লিতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ডা. হোসাইন ইমাম সাংবাদিকদের বলেছেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এখানে এসেছি। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখলাম। আমরা যেদিন এসেছিলাম ওইদিন বিকালে তাদের একজন দেশে ফিরে গেছেন। গতকাল (শুক্রবার) আহত আরও তিন জন নেপাল ছেড়েছেন। বর্তমানে কাঠমান্ডু মেডিক্যাল কলেজে আছেন আহত চার বাংলাদেশি।’

বাংলাদেশের চিকিৎসক প্রতিনিধি দলের এই সদস্য নিশ্চিত করেছেন, ‘আমরা ইতোমধ্যে তিন জনকে বাছাই করেছি, যারা সাধারণ ফ্লাইটে মেডিক্যাল ব্যাকআপে বাংলাদেশে ফিরতে পারবেন। তাদের মধ্যে কবীর হোসেন ও শাহীন ব্যাপারী অগ্নিদগ্ধ। স্পেশাল মেডিক্যাল তত্ত্বাবধানে আগামীকাল (রবিবার) তারা বাংলাদেশে ফিরে ঢামেক হাসপাতালে ভর্তি হবেন।’

গত ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগ-মুহূর্তে পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। ৬৭ যাত্রী ও চার ক্রুসহ ৭১ জন আরোহী ছিলেন ওই ফ্লাইটে। এর মধ্যে ৪৯ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে বাংলাদেশের ২৬ জন ও নেপালের ২১ জন। এছাড়া চীন ও মালদ্বীপের একজন করে যাত্রী নিহত হন। আহতদের মধ্যে ১০ জন বাংলাদেশি ও ১২ জন নেপালের নাগরিক।

ওই ফ্লাইটে থাকা আহত ১০ বাংলাদেশির মধ্যে পাঁচ জন নেপালের হাসপাতাল ছেড়েছেন। তাদের মধ্যে রেজওয়ানুলকে কাঠমান্ডুর ওএম হাসপাতাল থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। আর শাহরিন আহমেদ, মেহেদী হাসান, তার স্ত্রী সৈয়দা কামরুন নাহার স্বর্ণা ও মেহেদীর ভাবি আলমুন নাহার অ্যানি কাঠমান্ডুর কেএমসি থেকে দেশে ফিরেছেন। তাদের ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে।

ডা. হোসাইন ইমামের বয়ানে নেপালে আহত বাংলাদেশিদের সর্বশেষ অবস্থা:

/ইউআই/জেএইচ/
সম্পর্কিত
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের দেরিতে সংসদীয় কমিটির ক্ষোভ
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা