X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘নেপালের কথা উঠলেই আঁতকে উঠছেন স্বর্ণা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৮, ১৬:৫৪আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৭:৪৬

ইউএস বাংলার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত সৈয়দা কামরুন নাহার স্বর্ণা এখনও নেপালের কথা উঠলেই আঁতকে উঠছেন বলে জানিয়েছেন তার ভাই। শনিবার (১৭ মার্চ) স্বর্ণার ভাই সৈয়দ আতাউর রহমান পান্না বলেন, ‘ওদের সঙ্গে নেপাল বিষয়ে চিকিৎসকরা কথা বলতে না করেছেন। নেপালের কথা উঠলেই সে কাপঁছে, আঁতকে উঠছে। ও বারবার বলছে আমি প্রিয়ক ভাইকে পুড়ে যেতে দেখেছি। ভাই আমার সামনেই স্থির হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে।’

বিমান দুর্ঘটনায় আহত স্বর্ণা মর্মান্তিক দুর্ঘটনায় গত সোমবার নেপালে নিহত হন প্রিয়ক ও তার ৩ বছর বয়সী মেয়ে প্রিয়ংময়ী তামররা। আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার স্ত্রী আলমুন নাহার এ্যানি। তাদের সঙ্গে একই ফ্লাইটে ছিলেন প্রিয়কের ভাই মেহেদী হাসান ও তার স্ত্রী সাঈদা কামরুন্নাহার স্বর্ণা। তারাও ঢামেকে চিকিৎসাধীন।

ভাই সৈয়দ আতাউর রহমান পান্না জানান, স্বর্ণা কাশি দিলে কফের রঙ কালো হচ্ছে। ১০/১৫ মিনিট পরপর ওর কাশি হচ্ছে। ও বারবার পানি খেতে চাইছে। চিকিৎসকেরা তাকে তরল খাবার দিতে বলেছে। হার্ড ফুড দিতে না করেছেন।

তিনি বলেন, ‘প্লেন ক্র্যাশ হওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে বার্নিং শুরু হয়ে গেছে। সামনে ও পিছনের সিটগুলি চেপে গিয়েছিল তাই মানুষগুলো বের হতে পারে নি। যখন হাসি-ঠাট্টা করি স্বর্ণা ভাল থাকে একা হলেই ওর মনখারাপ হয়ে যায়।’ 

আরও পড়ুন: ‘কাজের মাধ্যমে স্মরণীয় হতে চেয়েছিলেন প্রিয়ক’

তিনি বলেন, ‘ওদের বিয়ে হয়েছে একবছর হয়েছে। বাইরে কোথাও ঘুরতে যায়নি, তাই এবার গিয়েছিল। ফেব্রুয়ারি মাসে স্বর্ণার পরীক্ষা শেষ হয়। এরপর ওরা ঘুরতে যায়। ফিরে আসার পর ওর ইন্টার্নশিপ শুরু হওয়ার কথা ছিল। সে চাইত সে ভাল গাইনি ডাক্তার হবে। এখন আল্লাহ জানেন তার স্বপ্নপূরণ হবে কিনা। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে।’

তিনি বলেন, ‘ওরা (স্বর্ণা, অ্যানি) ঘুমাচ্ছে না। ঘুম কম হচ্ছে। ঘুমাতে গেলেও ওর ভয় লাগছে। খুব বেশি ওরা ট্রমাটাইজড। ওদের এই ব্যাপারটা রিকোভার করতে সময় লাগবে।’

স্বর্ণা বারবার জানতে চেয়েছে ডেডবডিগুলো পাওয়া গেছে কিনা। আঁখি মনি দম্পতি ছিল ওদের সঙ্গে। কিছুদিন আগে ওদের বিয়ে হয়েছে। ওদের সিট স্বর্ণার পিছনে ছিল। সে ওদের বডি পেয়েছে কিনা জানতে চেয়েছে। বারবার বলছে, প্রিয়ক ভাই বাচ্চাটাকে রেখে আসতে পারছিল না আবার আনতেও পারছে না। প্লেন ক্রাশ হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটা ছিটকে গেছে। ভাই সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু আনতে পারেনি। আমরা স্বর্ণাকে শুধু ফোন রিসিভ করতে দেই। ফেসবুক ব্যবহার করতে দিচ্ছি না।’

স্বর্ণার বরাত দিয়ে তিনি বলেন, ‘প্লেন ফেটে যাবার পর মাসুদ ভাই প্রথম বের হয়। সে নিঃশ্বাস নিয়ে আবার ভেতরে যায়। প্রথমে অ্যানি ভাবিকে বের করে আনে। এরপর স্বর্ণাকে। প্রিয়ককে বের করে আনতে যাওয়ার আগেই প্লেন ব্লাস্ট হয়। ওরা ঘাসের উপর বসে দুইবার প্লেন ব্লাস্ট হতে দেখেছে। তখন স্থানীয় নেপালিরা ওদের তিনজনকে দূরে নিয়ে যায়।’

উল্লেখ্য, গত সোমবার (১২ মার্চ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার আগমুহূর্তে পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। ৬৭ জন যাত্রীসহ ৭১ জন আরোহী ছিলেন ওই ফ্লাইটে। এর মধ্যে ৪৯ জন নিহত হয়েছেন।

/টিওয়াই/এমও/
সম্পর্কিত
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের দেরিতে সংসদীয় কমিটির ক্ষোভ
সর্বশেষ খবর
বিচ্ছেদের পর প্রতারণার অভিযোগে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
বিচ্ছেদের পর প্রতারণার অভিযোগে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
রেমিট্যান্স প্রেরকদের জন্য আরও সুবিধা চায় সংসদীয় কমিটি
রেমিট্যান্স প্রেরকদের জন্য আরও সুবিধা চায় সংসদীয় কমিটি
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ