X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিমান বিধ্বস্তে আহত কবির ও শাহীন দেশে আসছেন কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৮, ১৯:৩৩আপডেট : ১৭ মার্চ ২০১৮, ২০:০২

ইউএস বাংলার বিধ্বস্ত বিমান নেপালে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত কবির হোসেন ও শাহীন ব্যাপারী দেশে আসছেন আগামীকাল রবিবার। ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানিয়েছেন। তাদের জন্যও সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

শনিবার (১৭ মার্চ) বিকালে দেশে ফিরিয়ে এনে বার্ন ইউনিটে ভর্তি করা হয় শেখ রাশেদ রুবায়েতকে। এর আগে শুক্রবার মেহেদী হাসান সুমন, সৈয়দা কামরুন নাহার স্বর্ণা, আলমুন নাহার এ্যানিকে এবং বৃহস্পতিবার শাহরিন আহমেদ মুমুকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ইউএস-বাংলা এয়ারলাইন্সটির বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের মধ্যে ১০ জন বাংলাদেশি। তাদের মধ্যে ৫ জনকে দেশে এনে ঢামেকে ভর্তি করা হয়েছে। সিঙ্গাপুর নেওয়া হয়েছে গুরুতর আহত রেজওয়ানুল হককে। আহত আরেকজনকেও সিঙ্গাপুর নেওয়া হতে পারে।

সামন্ত লাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা তাদের চিকিৎসা দিচ্ছি। তাদের চিকিৎসার খরচ বহন করবে সরকার। ঢাকা মেডিক্যাল আহতদের সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেন জানান তিনি।

শনিবার সকালে হাসপাতালে ভর্তি থাকা চারজনের মানসিক অবস্থা দেখতে যান মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও ঢামেকের মানসিক স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা। তারা জানান, রোগীদের সার্বিক মানসিক অবস্থা ততটা খারাপ নয়। এরপর সকাল দশটায় ঢাকা মেডিক্যালের পরিচালকের নেতৃত্বে বৈঠকে নেপালে আহতদের চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারণে ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। এ বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন ডা. সামন্ত লাল সেন। সোমবার সকাল ১০টায় এ বোর্ড বসে রোগীদের পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বিকাল ৪টা ১১ মিনিটে রুবায়েতকে বহনকারী অ্যাম্বুলেন্স ঢাকা মেডিক্যালে এসে ঢোকে। এসময় তাকে এক নজর দেখার জন্য ভিড় জমান সাধারণ মানুষ। রুবায়েতকে পূর্বনির্ধারিত ভিআইপি কেবিনে রাখা হয়। তার শরীর ও মনের অবস্থা ভালো বলে জানান চিকিৎসক সামন্ত লাল সেন। বিমান দুর্ঘটনায় রুবায়েতের পাঁজরে হাড় ও পা ভেঙেছে। শাহরিন, এ্যানি, স্বর্ণা ও মেহেদীর মানসিক ট্রমা থাকলেও তাদের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নেপাল থেকে ঢামেকে তাদের আনার যাবতীয় খরচ বহন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। আর চিকিৎসার ব্যয় বহন করছে সরকার।

বিমান বিধ্বস্তে আহতদের সুচিকিৎসার লক্ষ্যে হাসপাতালের ছয় তলার কেবিনের সামনে আনসারের পাহারা বসিয়েছে ঢামেক কর্তৃপক্ষ। নিকটাত্মীয় ছাড়া রোগীদের কাছে কেউ যেতে পারছে না। এমনকি গণমাধ্যমকর্মীদেরও যেতে দেওয়া হয়নি। রোগীদের স্বজনদের মলিনমুখে বারান্দায় হাঁটাহাঁটি করতে দেখা গেছে। তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি নন। শুধু স্বর্ণার ভাই সৈয়দ আতাউর রহমান বললেন, ‘দেশবাসীকে বলুন, তারা যেন রোগীদের জন্য দোয়া করেন।’

 

 

/এআইবি/টিওয়াই/এএম/
সম্পর্কিত
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের দেরিতে সংসদীয় কমিটির ক্ষোভ
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা