X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নড়েচড়ে বসেছে সিভিল এভিয়েশন, শুরু হচ্ছে সেফটি কনফারেন্স

চৌধুরী আকবর হোসেন
১৭ মার্চ ২০১৮, ২২:৪৫আপডেট : ১৭ মার্চ ২০১৮, ২৩:০৫

 

সিভিল এভিয়েশন অথরিটি সম্প্রতি ইউএস-বাংলার বিমান নেপালে বিধ্বস্ত হওয়ার পর নড়েচড়ে বসেছে সিভিল এভিয়েশন অথরিটি। এরপরই দেশের যাত্রী বহনকারী এয়ারলাইন্স, কার্গো এয়ারলাইন্স, হেলিকপ্টার সেবাদাতা প্রতিষ্ঠানের পাইলট ও ফ্লাইট অপারেশন, প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের জন্য সেফটি কনর্ফারেন্স আয়োজন করতে সংস্থাটি। একইসঙ্গে পাইলটদের প্রশিক্ষণ, এয়ারলাইন্সগুলোর বিমানের নিয়মিত মেরামত হয় কিনা, এসব বিষয় বিশেষভাবে পরির্দশন করবে সিভিল এভিয়েশন অথরিটি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার (১৭ মার্চ) থেকে ফ্লাইট সেফটি নিয়ে কনফারেন্স ও বিশেষ ইনস্পেকশন শুরু হবে।পাইলট, প্রকৌশলী ও ফ্লাইট অপারেশনের সঙ্গে সম্পৃক্তদের নিয়ে করা হবে সেফটি কনফারেন্স। একইসঙ্গে সিভিল এভিয়েশনের ফ্লাইট অপারেশন ইনস্পেক্টর,  এয়ারওর্ডিনেস ইনস্পেক্টররা এয়ারলাইন্সগুলোর পাইলটদের প্রশিক্ষণ, উড়োজাহাজের মেরামত সংক্রন্ত বিষয়গুলো পরির্দশন করবেন।

প্রসঙ্গত, গত ১২ মার্চ সোমবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে  ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান দুর্ঘটনায় ৫১ যাত্রী নিহত হন। এ ঘটনার পর নতুন করে ফ্লাইট সেফটি নিয়ে ভাবছে সিভিল এভিয়েশন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ও  ফ্লাইট সেফটি বাড়াতে মনিটরিং বাড়াতে নির্দেশনা দিয়েছে। সিভিল এভিয়েশনের  চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাইম হাসানের নেতৃত্বে ইতোমধ্যে কয়েকদফা বৈঠকও করে সংস্থাটি। 

এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বিমান বাহিনী ও সিভিল এভিয়েশন যৌথভাবে প্রতি বছর ফ্লাইট সেফটি নিয়ে  কর্মশালার আয়োজন করে। তবে যাত্রী বহনকারী এয়ারলাইন্স, কার্গো এয়ারলাইন্স, হেলিকপ্টার সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য পৃথকভাবে কোনও সেফটি কনফারন্সে আয়োজন করেনি সংস্থাটি।

দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফ্লাইট সেফটি বিষয়টি প্রিভেন্টিভ কাজ, দুর্ঘটনা ঘটার পর করার বিষয় নয়। নিরাপদ ফ্লাইট  পরিচালনার জন্য ফ্লাইট সেফটি গুরুত্বপূর্ণ। আমরা নিজস্ব ব্যবস্থাপনায় আমাদের পাইলট থেকে শুরু করে ফ্লাইট অপারেশনে যারা যুক্ত তাদের প্রশিক্ষণ দেই। এছাড়া আগামী ২০ মার্চ আমরা‍ নিজস্ব উদ্যোগে একটি সেফটি কনফারেরেন্স আয়োজন করছি। ফিল্ড লেভেলের যারা আছেন, তারাও এতে যুক্ত হবে। তবে এটি কিন্তু এ দূর্ঘটনার কারণে করা হচ্ছে এমন নয়, একমাস আগে  থেকেই এর আয়োজেনের উদ্যোগ শুরু হয়েছে।’

মফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিভিল এভিয়েশন অথরিটি যে উদ্যোগ নিয়েছে এটি ভালো উদ্যোগ, তবে এটি চলমান থাকা প্রয়োজন।’ 

বেসামরিক হেলিকপ্টার সার্ভিসদাতা প্রতিষ্ঠান মেঘনা এভিয়েশনের ফ্লাইট অপারেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, ‘ফ্লাইট সেফটি প্রতিদিনের বিষয়। একবার একটি কর্মশালার মধ্যে দিয়ে দায়িত্ব শেষ হয় না। আমরা অনেক সময় অনেক বিষয় ধীরে ধীরে ভুলে যাই। তাই সেফটি বিষয়ে সচেতনতা প্রতিনিয়ত দরকার।’

এ প্রসঙ্গে সিভিল এভিয়েশন অথরিটির পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন্স) উইং কমান্ডার চৌধুরী এম জিয়াউল কবির বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘সেফটি বিষয় নিয়ে আমরা সব সময় কাজ করছি। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইকাও)-এর সেফটি স্টান্ডার্ড কমপ্লায়েন্স (ইফিকটিভ ইমপ্লিমেন্টেশন) এর দিক থেকে শতকরা ৭৭ দশমিক ৪৬ ভাগ অর্জন  করতে সক্ষম হয়েছি। এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান নেতৃস্থানীয়। আইকাও‘র সেফটি স্টান্ডার্ড কমপ্লায়েন্স (ইফিকটিভ ইমপ্লিমেন্টেশন)  মানদণ্ডে পৌঁছাতে আমাদের  বিভিন্ন বিষয়ে কাজ করতে হয়েছে। আমরা সেফটি বিষয়টি আরও জোরালোভাবে করতে কাজ করছি।’

চৌধুরী এম জিয়াউল কবির আরও বলেন, ‘আমরা প্রথমে নজর দেব যাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোর দিকে। এরপর পর্যায়ক্রমে কার্গো, হেলিকপ্টার অপারেটরদের সেফটি অ্যাওয়ার্নেস নিয়ে কাজ হবে। মূলত ফ্লাইট অপারেশনের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সঙ্গে সেফটি বিষয়টি নিয়ে মতবিনিময় হবে।’ 

/এমএনএইচ/
সম্পর্কিত
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের দেরিতে সংসদীয় কমিটির ক্ষোভ
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা