X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নেপালে যে প্রক্রিয়ায় হবে মরদেহ হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৮, ১৬:৪৫আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৯:০৭

 

 

যে প্রক্রিয়ায় মরদেহ হস্তান্তর

নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ১৭ জনের মরদেহ আগামীকাল সোমবার দুপুরে ঢাকায় আসছে। তবে নেপালে নিহতদের যেসব স্বজন গিয়েছেন তারা কী প্রক্রিয়ায় মরদেহ গ্রহণ করবেন সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ইউএস বাংলার সিইও ইমরান আসিফ।

রবিবার নেপালের  টিইউটিএইচ হাসপাতালে মরদেহ গ্রহণের বিষয়ে নিহতদের স্বজনদের উদ্দেশে তিনি বলেন, মরদেহ হস্তান্তর কিন্তু আমরা (ইউএস-বাংলা) করবো না। ইউএস-বাংলার কাছ থেকে মরদেহ দূতাবাস গ্রহণ করে পুলিশকে দেবে। পুলিশ আপনাদের দেবে।

তিনি বলেন, ‘আগামীকাল (সোমবার) ঢাকায় বিমানবন্দরে মন্ত্রীরা থাকার কথা ফলে নিরাপত্তা কড়াকড়ি থাকবে। তাই প্রতি পরিবারকে তাদের সদস্যদের নাম দিয়ে দিতে হবে আগে।  

তিনি বলেন, নিহতদের স্বজনরা সোমবার ভোর ৬টায় এসে কাগজপত্রসহ মরদেহ নিয়ে অ্যাম্বাসিতে (দূতাবাসে) যাবেন। সেখানে প্রথম জানাজা হবে। এরপর সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে মরদেহগুলো বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। নিহতদের স্বজনদের নিয়ে একটি বিমান বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে। এর আধঘণ্টা পর মরদেহ নিয়ে রওনা হবে দুটি বিমান। একটি ইউএস-বাংলার বিমান এবং আরেকটি এয়ারফোর্সের বিমান। এয়ারপোর্টে দুজন করে স্বজন ভেতরে ঢোকার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, নেপাল থেকে যে স্বজনরা বাংলাদেশ ফিরবেন তারা ইমিগ্রেশনের কাজ শেষ করার পর অপেক্ষা করবেন। কে কোথায় মরদেহ নিতে চান, ইউএস-বাংলাকে জানালে মরদেহ সেখানে পৌঁছে দেওয়া হবে। মোট মরদেহের সংখ্যা অন্তত ২০টি হবে। আমরা সেই পরিমাণ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা বাংলাদেশের বিমানবন্দরে রাখবো।

এর আগে আজ বিকেল থেকে শনাক্তকৃত মরদেহ কফিনবন্দি হবে জানিয়ে তিনি বলেন, নারী ও পুরুষ ইমাম থাকবেন এখানে। একটা একটা করে গোসল হবে। কাফন পরিয়ে কফিনে নেওয়া হবে চারটা থেকে।

 

/ইউআই/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী