X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কফিনে বাড়ি ফেরা (ফটো স্টোরি)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৮, ১১:৪৬আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৩:৩০

কাঠমান্ডুতে বাংলাদেশি দূতাবাসে ২৩ জনের লাশবাহী কফিন ১২ মার্চ দুপুর ২টা ২০ মিনিট। নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর। ৭১টি প্রাণ নিয়ে ধূলিসাৎ হয় ইউএস-বাংলার একটি  বিমান। এই খবর জানার পর থেকে সেই যে রুদ্ধশ্বাস উদ্বেগ আর সীমানাহীন উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার শুরু, তার কিছুটা হয়তো শেষ হচ্ছে আজ। যে ২৩টি মরদেহ আজ দেশে ফিরছে তাদের কাছের মানুষরা হয়তো এটুকু ভেবে স্বস্তি পাবেন, এখন অন্তত আর লাশের অপেক্ষায় থাকতে হবে না। তবে চিরতরে হারিয়ে যাওয়া এই মানুষগুলোর স্বজনদের হঠাৎ চলে যাওয়ার আক্ষেপ হয়তো কখনই শেষ হবে না। প্রিয়জনের হাজারো-লাখো স্মৃতি চোখ না ভাসিয়ে ফিরে যাবে না আর কখনোই।  শেষ হচ্ছে দেশে ফেরার অপেক্ষা

দেশে পাঠানোর আগে সোমবার (১৯ মার্চ) সকালে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের আঙিনায় নিহতদের লাশবাহী কফিনগুলো সারিবদ্ধ করে রাখা হয়। সেখানে উপস্থিত আত্মীয়-স্বজন এবং দূতাবাসের কর্মীরা মিলে নিহতদের জানাজা পড়েন। এ সময় কফিনে আপনজনের নাম লেখা দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা।  কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা

অনেকে কফিনের পাশে দাঁড়িয়ে থাকেন নির্বাক। লাশ নিতে এসেছেন সবাই, তাও একজন আরেকজনের কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। ভাষা হারিয়ে কান্নায় ভেঙে পড়েন অসহায় এই আপনজনেরা। কফিনে করে ফিরছে শিশু তামাররা

গত ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগ-মুহূর্তে বিধ্বস্ত হওয়ায় ২৬ বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হন। ৬৭ যাত্রী ও চার ক্রুসহ ৭১ আরোহীর মধ্যে বাংলাদেশি ছিলেন ৩৬ জন।   কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা

আহতদের মধ্যে ১০ জন বাংলাদেশি, ১১ জন নেপালের ও একজন মালদ্বীপের নাগরিক। আহত বাংলাদেশিদের মধ্যে ছয়জন এরই মধ্যে দেশে ফিরেছেন। দুজনকে নেওয়া হয়েছে সিঙ্গাপুরে, আর দুইজন এখনও চিকিৎসাধীন আছেন নেপালে। কো-পাইলট পৃথুলা রশিদের লাশবাহী কফিন

নেপালে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস জানিয়েছেন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত তিনজনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি।

এ তিনজনের ক্ষেত্রে যদি ডিএনএ টেস্ট করাতে হয় তাহলে সময় লাগবে ১০ থেকে ২১ দিন। আলিফউজ্জামান, পিয়াস রায় ও মোহাম্মদ নজরুল ইসলামের লাশ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা

নিহত বাংলাদেশিরা হলেন, ফয়সাল আহমেদ, আলিফউজ্জামান, বিলকিস আরা, বেগম হুরুন নাহার বিলকিস বানু, আখতারা বেগম, নাজিয়া আফরিন চৌধুরী, মো. রকিবুল হাসান, সানজিদা হক, মো. হাসান ইমাম, মো. নজরুল ইসলাম, আঁখি মনি, মিনহাজ বিন নাসির, এফ এইচ প্রিয়ক, তামাররা প্রিয়ন্ময়ী, মো. মতিউর রহমান, এস এম মাহমুদুর রহমান, তাহারা তানভীন শশী রেজা, পিয়াস রায়, উম্মে সালামা, অনিরুদ্ধ জামান, মো. নুরুজ্জামান ও মো. রফিকুজ্জামান, ফ্লাইটের পাইলট আবিদ সুলতান, পৃথুলা রশীদ, শারমীন আক্তার নাবিলা ও খাজা হুসাইন। প্রিয়জনের লাশ কাঁধে কান্নায় ভেঙে পড়েন তারা

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বিমানবাহিনীর একটি বিমানে মরদেহগুলো দেশে আনা হবে। বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টারমাক-১ এ অবতরণ করবে। সেখান থেকে মরদেহগুলো সরাসরি নিয়ে যাওয়া হবে আর্মি স্টেডিয়ামে। এর আগে মরদেহবাহী বিমানটি কুর্মিটোলায় বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করবে বলে জানানো হয়েছিল। নিহত বাংলাদেশিদের লাশবাহী কফিন তোলা হচ্ছে গাড়িতে

একই সময়ে নেপালে যাওয়া নিহতদের স্বজনদের দেশে নিয়ে আসবে ইউএস-বাংলার একটি ফ্লাইট। এটি শাহজালালে অবতরণ করবে।

ছবি: রাজীব ধর ও রামিম হাসান। 

 

/এফএস/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের দেরিতে সংসদীয় কমিটির ক্ষোভ
সর্বশেষ খবর
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ