X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাবা চলে গেছেন, মায়ের অবস্থাও সংকটাপন্ন

রশিদ আল রুহানী
১৯ মার্চ ২০১৮, ১৮:৫৮আপডেট : ১৯ মার্চ ২০১৮, ২১:২২

 



মা-বাবার সঙ্গে মাহি (ছবি- সংগৃহীত) নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন আবিদ সুলতান ও আফসানা'র একমাত্র সন্তান তামজিদ সুলতান মাহি (১৪)। বাবা আবিদ সুলতান চলে গেছেন কদিন আগে। বাবা চলে যাওয়ার পর মাকেও হারাতে বসেছে মাহি। রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে ভর্তি মা আফসানা। চিকিৎসকরা বলছেন, ‘তার বাঁচার সম্ভাবনা মাত্র দুই শতাংশ।’
সোমবার (১৯ মার্চ) সকাল থেকেই হাসপাতালটির আইসিইউয়ের সামনে ভর্তি থাকা আফসানাকে দেখতে এসে স্কুল শিক্ষক, স্কুলের বন্ধুরা এবং স্বজনেরা সান্ত্বনা দিচ্ছেন— ‘মায়ের কিচ্ছু হবে না’। ডাক্তার বলেছেন, ‘মা ভালো হয়ে যাবে’। সান্ত্বনা দিয়েই আবার আড়ালে গিয়ে কাঁদছেন তারা।
দুপুরে হাসপাতালটিতে গিয়ে দেখা যায়, মাহিকে ঘিরে আছেন স্বজনেরা। তার সঙ্গে কথা বলছেন। চেষ্টা করছেন তাকে দিয়ে কথা বলাতে।
মাহির বন্ধু তাশফি বেলা আড়াইটায় বাংলা ট্রিবিউনকে বলেন, “আগামী ১ মে থেকে আমাদের ‘ও' লেভেল পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। গতকাল (রবিবার) পর্যন্ত মাহি আমাদের সঙ্গে কথা বলছিল। কিন্তু আজ আর কোনও কথা বলছে না। সে নির্বাক হয়ে থাকছে। আমাদের স্কুলের শিক্ষকরা, বন্ধুরা, আত্মীয়রা তাকে ব্যস্ত রাখার চেষ্টা করছি। তার মা ভালো আছেন, ভালো হয়ে ফিরবেন— এই সান্ত্বনা দিচ্ছি', এ কথা বলতে বলতে কেঁদে ফেলেন তাশফি।
এদিকে নেপাল থেকে ঢাকায় বাবার মরদেহ আসার খবর শুনে নানুর সঙ্গে বিকাল ৪টার দিকে শেষবারের মতো বাবাকে দেখতে যায় মাহি। সঙ্গে যান মাহির স্কুল শিক্ষক ও স্বজনেরাও।

নিউরোসায়েন্স হাসপাতালে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, মাহি জানেও না তার মায়ের বাঁচার সম্ভাবনা খুব কম। সে বিশ্বাস করে, বাবার মতো মা অন্তত তাকে ছেড়ে যাবে না।

আফসানার বাঁচার সম্ভাবনা কমে আসছে বলে বিকাল সাড়ে ৪টার দিকে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক মাসুদ খান। তিনি বলেন, ‘মাত্র দুই শতাংশ বাঁচার সম্ভাবনা রয়েছে। তিনি এখন কোমায় রয়েছেন। খুব বেশি মিরাকেল না হলে এখান থেকে কেউ টার্নব্যাক করে না। তবে তার হার্ট, কিডনি সচল রয়েছে, শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।’
হাসপাতালে মাহির স্বজনেরা এর আগে দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক উজ্জল কুমার মল্লিক বলেন, ‘আফসানাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। সিঙ্গাপুরে নিলেও একই চিকিৎসা দিতেন। তার কিডনি সচল রয়েছে। তবে তিনি বেঁচে আছেন। তিনি বর্তমানে কোমাতে আছেন। আগামী ৭২ ঘণ্টার আগে কিছুই বলা যাবে না। সবাই তার জন্য দোয়া করুন।’
এদিকে মাস্টারমাইন্ডের আরও কয়েকজন শিক্ষক মাহিকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে বিকাল ৫টার দিকে এসেছিলেন হাসপাতালে। কিন্তু নিহত আবিদের পুরো পরিবার তখন আর্মি স্টেডিয়ামে।
এসময় কথা হয় মাস্টারমাইন্ডের ধানমন্ডি শাখার কর্মকর্তা মাসুমা আক্তারের সঙ্গে। তিনি বলেন, ‘ছেলেটার (মাহি) বাবা নেই। তার মায়ের অবস্থা খুব ভালো নয়। তবে অনেক গুজব শুনছি। আমরা এসেছিলাম ছেলেটাকে সান্ত্বনা দিতে।’
এদিকে সাড়ে ৫টার দিকে আফসানাকে দেখতে আইসিইউয়ে ১২ নং বেডে প্রবেশ করেন আফসানার বড় বোনের মেয়ে মিম। ফিরে এসে তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘খালামনির মুখ ফুলে আছে। মুখে অক্সিজেন দেওয়া রয়েছে। বোঝা যাচ্ছে তিনি দম নিচ্ছেন।’

গত ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এ ঘটনায় মাহির বাবা ক্যাপ্টেন আবিদ সুলতানসহ ৪৯ আরোহী নিহত হয়েছে। নিহতদের মধ্যে আবিদ সুলতানসহ ২৬ জন বাংলাদেশি। তাদের মধ্যে ২৩ জনকে শনাক্ত করে সোমবার দেশে নিয়ে আসা হয়েছে।

রবিবার পর্যন্ত এ ঘটনায় আহত ১০ বাংলাদেশির মধ্যে ৬ জন দেশে ফিরেছেন। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আছেন। তারা হলেন- শাহরিন আহমেদ মুমু, মেহেদী হাসান, সাঈদা কামরুন্নাহার স্বর্ণা, আলমুন নাহার অ্যানি, রাশেদ রুবায়েত ও শাহিন ব্যাপারী। বাকি চার জন সিঙ্গাপুর, নেপাল ও ভারতে চিকিৎসাধীন।

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া