X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আবারও আলোচনায় সংসদ নির্বাচনে ইভিএম

এমরান হোসাইন শেখ
১৯ মার্চ ২০১৮, ২১:৪৪আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৬:৩৯

 

নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার নিয়ে ধোঁয়াশা কাটছে না। ওই নির্বাচনে ইভিএম ব্যবহার না করার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) নীতিগত অবস্থানের কথা আগেই জানিয়ে দিয়েছে। তবে, সম্প্রতি আবারও সামনে এসেছে সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি। সোমবার অনুষ্ঠিত কমিশন সভায় ইভিএম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করে আস্থা অর্জন সম্ভব হলে পরবর্তী সংসদ নির্বাচনে এটি ব্যবহার করা হবে।’

প্রধান নির্বাচন কমিশন কেএম নূরুল হুদার সভাপতিত্বে সোমবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে কমিশন সভা অনুষ্ঠিত হয়। এতে ৮টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। যার মধ্যে অন্যতম ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন নির্বাচনের জন্য ইভিএম উন্নয়ন ও ক্রয় সংক্রান্ত।

জানা গেছে, বৈঠকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব) শাহাদাৎ হোসেন ও এনআইডি মহাপরিচালক সাইদুল ইসলাম নির্বাচনে প্রযুক্তির ব্যবহারের প্রসঙ্গে তুলে ইভিএম কেনার প্রসঙ্গ তোলেন। তবে, প্রধান নির্বাচন কমিশনার এই মুহূর্তে নতুন ইভিএম কেনার সঙ্গে দ্বিমত পোষণ করেন। পরে পাইলট প্রকল্প হিসেবে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার জোরদার করার সিদ্ধান্ত হয়। এতে বলা হয়, ইভিএমে জনগণের আস্থা এলে তারা জাতীয় সংসদ নির্বাচনে এর প্রয়োগ করবে।

গত বছর নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে বিএনপিসহ তাদের মিত্ররা সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের ঘোর বিরোধিতা করে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ কয়েকটি দল ইভিএম ব্যবহারের সুপারিশ করে। কিন্তু বাস্তবতার পরিপ্রেক্ষিতে সংসদ নির্বাচনে এই মুহূর্তে ইভিএম সম্ভব নয় বলে কমিশন তাতে অনাগ্রহ দেখায়। তবে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনে আস্তে আস্তে ইভিএম ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে গত বছর ডিসেম্বরে অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনের একটি কেন্দ্রে সফলভাবে ইভিএম ব্যবহার করা হয়। 

পরে ওই সফলতার কথা তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেছিলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের কোথাও কোথাও ইভিএম ব্যবহার করা হবে। আগামী জাতীয় নির্বাচনে সম্ভব হবে না। তবে আমরা প্রস্তুতি রেখে যাব। পরবর্তী সময়ে বাস্তবায়ন করা হবে।’ সিইসির এই বক্তব্যে সংসদ নির্বাচনে ইভিএম প্রকারান্তরে নাকচ হলেও সম্প্রতি নতুন করে বিষয়টি আবার সামনে চলে এসেছে। জানা গেছে, নতুন ইভিএম কেনার জন্য কমিশনে ভেতরে ভেতরে কাজ চলছে। প্রতীকী হলেও ইভিএম ব্যবহার করা যায় কিনা, নতুন করে সেই চিন্তা এসেছে। এরই অংশ হিসেবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর সংশোধনীতে নির্বাচনে প্রযুক্তির ব্যবহার (ইভিএম) সন্নিবেশ করার প্রস্তাব করা হচ্ছে। রবিবার মাঠ প্রশাসনের সঙ্গে এক মত-বিনিময়সভায় ইভিএমের  ডেমো প্রদর্শন করা হয়েছে বলেও জানা গেছে।

সোমবার বৈঠকের পর ইভিএম প্রশ্নে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘সভায় ইভিএম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে বিভিন্ন স্থানে এগুলো ব্যবহার করা হবে। ভোটারদের মধ্যে যদি আস্থা অর্জন করা যায়, তাহলে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা যেতে পারে, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

একাদশ নির্বাচনে আংশিকভাবে ইভিএম ব্যবহার হতে পারে কিনা, জানতে চাইলে ইসি সচিব জানান, ‘এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।’

এদিকে বৈঠকে নিবন্ধিত দলের শর্ত প্রতিপালন না করায় একটি দলকে শোকজ ও অন্য একটি দলকে তিন মাসের সময় দেওয়া হয়ছে। এ প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ৩৮টি রাজনৈতিক দল  প্রতিবেদন দাখিল করেছে। বাকি দু’টি দলের মধ্যে একটি গণফোরাম। এই দলটি প্রতিবেদন জমা দিতে ৬ মাসের সময় চেয়েছে। কমিশন বিস্তারিত আলোচনা করে দলটিকে ৩ মাসের সময়  দিয়েছে। নাগরিক আন্দোলন প্রতিবেদন দাখিল না করায় ওই দলের নিবন্ধন কেন বাতিল করা হবে না—এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কারণ দর্শানোর নোটিশের জবাব যদি না দেয়, তাহলে এই রাজনৈতিক দলটির নিবন্ধন বাতিল করা হবে।’

নতুন আবেদন করা রাজনৈতিক দলের বিষয়ে ইসি সচিব বলেন, ‘৭৫টি রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করেছে। এর মধ্যে যথাযথভাবে আবেদন না করায় ১৯টি দলের আবেদন নামঞ্জুর করা হয়েছে।  বাকি ৫৬টি আবেদনপত্র বিস্তারিত আলোচনা করা হয়েছে। এ দলগুলোকে প্রয়োজনীয় তথ্য দিতে ১৫দিন সময় দিয়েছে কমিশন।’

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়