X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘এক সপ্তাহের মধ্যে শিশুপার্কের নামফলক বদল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৮, ১৩:০২আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৬:১৭

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আফম মোজ্জামেল হক (ফাইল ছবি) রাজধানীর শাহবাগে অবস্থিত ‘জিয়া শিশুপার্কে’র নাম বদলে রাখা হয়েছে ‘শিশুপার্ক’। এক সপ্তাহের মধ্যে পার্কের নামফলকও বদলে দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘‘এরই মধ্যে শিশুপার্কের নাম ‘জিয়া শিশুপার্ক’ থেকে পরিবর্তন করে শুধু ‘শিশুপার্ক’ করা হয়েছে। এখন এক সপ্তাহের মধ্যে নামফলকটিও পরিবর্তন করা হবে।’’
বুধবার (২১ মার্চ) সচিবালয়ের পিআইডি সম্মেলন কক্ষে ২৬ মার্চ স্বাধীনতা দিবস আয়োজন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী ও সরকারের প্রধান তথ্য কর্মকর্তা কামরুন্নাহার উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘এবারের স্বাধীনতা দিবস ভিন্ন আঙ্গিকে উদযাপন করা হবে। দ্বিতীয়বারের মতো ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে পালিত হবে। ওই দিন রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশ ব্ল্যাকআউট থাকবে। ওই দিন আমরা যে যেখানে থাকবো, সেখানে দাঁড়িয়েই বাতিটি নিভিয়ে দেবো, চলন্ত গাড়ি থামিয়ে দেবো, হাঁটতে থাকলে থমকে দাঁড়াবো। এই বিষয়টি সব মানুষকে স্মরণ করিয়ে দিতে ২৫ মার্চ রাত ৯টা বাজার ৩-৪ মিনিট আগে বিশেষ সাইরেন বাজিয়ে বা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মানুষকে প্রস্তুত থাকতে বলা যায় কিনা, সে বিষয়টি ভেবে দেখা হচ্ছে।’
জাতিসংঘ ঘোষিত ৯ ডিসেম্বর গণহত্যা দিবস পরিবর্তন করে ২৫ মার্চ করার বিষয়ে জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর সমর্থন আদায়ের চেষ্টা চলছে বলে জানান মন্ত্রী। ৯ ডিসেম্বর গণহত্যা দিবসের পেছনে কোনও ইতিহাস না থাকার কারণেই এই চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
মুক্তিযোদ্ধাদের নাতি-পুতি পর্যন্ত কোটা সুবিধা দেওয়া উচিত কিনা—সে বিষয়ে একজন মুক্তিযোদ্ধা হিসেবে মন্ত্রীর অভিমত জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটি সরকারি সিদ্ধান্ত। সংস্কার না হওয়া পর্যন্ত সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় যা বর্ণনা করা আছে, আইনে যা বিদ্যমান আছে, তা অব্যাহত থাকবে।’
মুক্তিযোদ্ধাদের তালিকা প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের মেয়াদেই যাচাই-বাছাই শেষে মুক্তিযোদ্ধাদের পূর্ণ তালিকা প্রকাশ করা হবে। যদি কোনও কারণে সম্পূর্ণ তালিকা প্রকাশ করা সম্ভব না হয়, তাহলে যতটুকু যাচাই-বাছাই সম্পন্ন করা হবে, ততটুকুই প্রকাশ করা হবে।’
আরও পড়ুন-
বাংলাদেশ এখন আর বিশ্বভিক্ষুক নয়: অর্থমন্ত্রী
তথ্যপ্রযুক্তিতে পঞ্চমবারের মতো ডব্লিউএসআইএস পুরস্কার পেয়েছে বাংলাদেশ

/এসআই/এসএসএ/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি