X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

২০৪১ সালে উন্নত দেশ হবে বাংলাদেশ: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৮, ১৮:২০আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৯:৩৬

 

মিট দ্য প্রেসে  বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল গরিব দেশ হওয়ার অভিশাপ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল। তিনি বলেন, ‘আর দারিদ্র্য দেখতে চাই না। স্বাধীনতার তিন বছরের মধ্যে ১৯৭৫ সালে স্বল্পোন্নত দেশের তালিকায় উঠেছিল বাংলাদেশ। সেখানে ৪৩ বছর পর আমরা  উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেলাম। হয়তো আমাদের এখানে আসতে অন্য দেশের তুলনায় সময় বেশি লেগেছে। কিন্তু এখন আমরা খুব দ্রুত অর্থনৈতিক উন্নয়ন করবো। ২০৪১ সালে উন্নত দেশ হবে বাংলাদেশ।’ বুধবার (২১ মার্চ) দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে এনইসি সম্মেলন কক্ষে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ বিষয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে পরিকল্পনা বিভাগের সচিব জিয়াউল ইসলাম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, আইএমইডি সচিব মফিজুল ইসলামসহ পরিকল্পনা কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, ‘শুধু উন্নয়নশীলই নয়, ২০৪১ সালে উন্নত দেশ হবে বাংলাদেশ। এর দুটি প্রধান কারণ হচ্ছে আমাদের জনসংখ্যার বোনাস কাল চলছে। যা পৃথিবীর কোনও দেশেই নেই। কর্মক্ষম এই বিশাল জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। এছাড়া এশিয়া প্যাসিফিক করিডোর আমাদের জন্য আরও একটি সুযোগ। কেননা, এশিয়ায় আগামীতে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ হবে চীন, তৃতীয় উন্নত দেশ ভারত ও চতুর্থ উন্নত দেশ জাপান। তারা কেউই আমাদের ছাড়া একা উন্নতি করতে পারবে না।’ তিনি জানান, ‘এই বছরেই বিশ্ব অর্থনীতির ৪০তম দেশ হবে বাংলাদেশ। বর্তমানে আছে ৪৩তম অবস্থানে। স্বল্পোন্নত থেকে বেরিয়ে যাওয়ায় আমাদের বড় কোনও আর্থিক ক্ষতি হবে না। রফতানিও কমবে না। বরং বৈদেশিক বিনিয়োগ বাড়বে। চূড়ান্ত স্বীকৃতি পাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ আগের শর্তেই ঋণ পাবে। এছাড়া, বড় অঙ্কের ঋণের জন্য দরকষাকষি করা যাবে।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘২০৪১ সালে আমরা উন্নত দেশ হবো। সেখানে আমরা বিশ্বের উন্নত ২০টি অর্থনৈতিক দেশের মধ্যে অবস্থান করবো। এক্ষেত্রে আমাদের অবকাঠামো উন্নয়নসহ বেশ কিছু চ্যালেঞ্জ আছে। সেগুলোর জন্য আমরা প্রস্তুত আছি। আমরা অবকাঠামো উন্নয়নে হাত দিয়েছি। গভীর সমুদ্রবন্দর করছি। গ্যাস, বিদ্যুতের উন্নয়ন করছি। ২০৩০ সালে ৩৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবো। আমাদের প্রাইভেট পাবলিক পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে কাজ করা দরকার। বেসরকারি খাতে বিনিয়োগ কম। তবে আমরা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছি, তাদের বিনিয়োগ এখন বাড়তে থাকবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের রফতানি শুধু পোশাক খাতের ওপর নির্ভরশীল থাকবে না। আইসিটি, ওষুধ, চামড়া এগুলো হবে আমাদের ভবিষ্যৎ রফতানির অন্যতম বড় খাত। এর মধ্যে আইসিটি হবে শীর্ষ খাত।’

/এসআই/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
টাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
চ্যাম্পিয়নস লিগটাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫