X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আনন্দ র‌্যালিতে শামিল সর্বস্তরের মানুষ (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৮, ১৫:০৮আপডেট : ২২ মার্চ ২০১৮, ২০:০১

আনন্দ র‌্যালি করছে মৎস্য অধিদফতর ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ স্লোগানে সারাদেশ মেতেছে আনন্দ উৎসবে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি পাওয়ার এই আনন্দযজ্ঞে শামিল হয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও। বর্ণিল ব্যানার, ফেস্টুন, ব্যান্ড পার্টিসহ র‌্যালি নিয়ে বেরিয়েছেন তারা। পূর্বনির্ধারিত ৯টি স্থানে তারাও মিলিত হচ্ছেন আনন্দ র‌্যালি নিয়ে। ওই পয়েন্টগুলো থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গিয়ে যোগ দেবেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সাংস্কৃতিক অনুষ্ঠানে।

সরকারি শিশু পরিবার থেকে যোগ দেওয়া হচ্ছে আনন্দ র‌্যালিতে আজ বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুর ২টা থেকে শুরু হওয়ার কথা ছিল আনন্দ র‌্যালির। এসব র‌্যালি ৯টি পয়েন্টে মিলিত হয়ে সেখান থেকে রওনা দেবে জাতীয় স্টেডিয়ামের দিকে। তবে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা যায়, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অন্তত আধঘণ্টা আগে থেকেই রাস্তায় নেমে এসেছেন র‌্যালিতে যোগ দেওয়ার জন্য। ব্যানার, ফেস্টুন, বিভিন্ন লোকজ মোটিফ, বাহারি রঙের বেলুন নিয়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেছেন তারা।

র‌্যালি নিয়ে আনন্দ উৎসবে যোগ দিচ্ছে বাংলা একাডেমি রাজধানীর শিশু একাডেমির সামনে দেখা গেলো, গণযোগাযোগ অধিদফতর ও মৎস্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে এসে মিলিত হয়েছেন। আবার মৎস্য ভবনের সামনে জড়ো হয়েছেন সরকারি শিশু পরিবারে কর্মরতরা। জাতীয় প্রেসক্লাবের সামনে দেখা গেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের র‌্যালি এ ছাড়া, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদফতর, বাংলা একাডেমি, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বিদ্যুৎ বিভাগের বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দফতরসহ আরও বিভিন্ন সরকারি দফতর, অধিদফতর, বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের র‌্যালি নিয়ে হাজির হতে দেখা গেছে রাজধানীর বিভিন্ন পয়েন্টে।

শিশু একাডেমির সামনে গণযোগাযোগ অধিদফতর র‌্যালি নিয়ে সমাবেত হওয়া পয়েন্টগুলো হলো- শিল্পকলা একাডেমি ও মৎস্য ভবন সংলগ্ন এলাকা, শিশু একাডেমি ও দোয়েল চত্বর সংলগ্ন এলাকা, সোহরাওয়ার্দী উদ্যান ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন এলাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠ ও সংলগ্ন এলাকা, নগর ভবন (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন), বাংলাদেশ ব্যাংক চত্বর, রমনা পার্কের দক্ষিণ-পূর্ব অংশ ও শিল্পভবন চত্বর।

র‌্যাবের আনন্দ র‌্যালি এদিকে, আনন্দ উদযাপনের অংশ হিসেবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। বাহিনীর পোশাক পরিহিত পুলিশ সদস্য ছাড়াও সাদা পোশাকে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে রাজধানীর পথে পথে।
বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শক দফতরের কর্মকর্তা-কর্মচারীদের র‌্যালি

আরও পড়ুন-
কাঁদলেন প্রধানমন্ত্রী
বিশেষ সেবায় চলছে ‘সেবা সপ্তাহ’

উন্নয়নশীল দেশে উত্তরণে আনন্দ র‌্যালি সারাদেশে

“প্রমাণ হয়েছে আমাদের কেউ ‘দাবায়ে’ রাখতে পারবে না”

উন্নয়নশীল দেশে উত্তরণে রাজধানীতে আনন্দ র‌্যালি (ফটো স্টোরি)

 

/আরজে/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!