X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এয়ারলাইন্সগুলোকে সর্তকতার সঙ্গে বিমান পরিচালনার পরামর্শ বিমানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৮, ২১:২৫আপডেট : ২২ মার্চ ২০১৮, ২১:৪৩

ঢাকা ট্রাভেল মার্ট উদ্বোধন করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল দেশের এয়ারলাইন্সগুলোকে সর্তকতার সঙ্গে পরিচালনার পরামর্শ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। তিনি বলেন, ‘ভবিষতে যেন আর কোনও দুর্ঘটনা না ঘটে, এজন্য সবাইকে আরও সর্তক হতে হবে।’ বৃহস্পতিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ঢাকা ট্রাভেল মার্ট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, ‘ব্যবসা বড় কথা নয়, ব্যবসার চেয়ে জীবন অনেক বেশি মূল্যবান। পাইলট, কেবিন ক্রুসহ অন্যদের আরও আন্তরিক হতে হবে।’ তিনি বলেন, ‘আমি নেপালের প্রধানমন্ত্রীসহ অন্য দায়িত্বশীলদের বলেছি, আপনাদের বিমানবন্দর ঠিক করুন।  নেপালের প্রধানমন্ত্রীকে বলেছি, আমাদের পাইলটের কোনও দোষ নেই, টাওয়ার থেকে ভুল তথ্য দিয়েছে।’

নিজের নেপাল ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে বিমানমন্ত্রী  বলেন, ‘আমি যেদিন নেপাল গেলাম (১৩ মার্চ), সেই দিনের উড়োজাহাজটি একঘণ্টা আকাশে আটকে রেখেছে।  আমি একঘণ্টা নামতে পারিনি।  বারবার পাইলটের কাছে খোঁজ নিচ্ছিলাম। আমাদের সিভিল এভিয়েশনের কর্মকর্তা ছিলেন সেই ফ্লাইটে, তিনি গিয়েছিলেন ককপিটে। আমি তাদের (সিভিল এভিয়েশন কর্মকর্তা) বলেছিলাম, আমরা নামতে পারবো কিনা। আমাদের এক কর্মকর্তা বললেন, স্যার একঘণ্টা আকাশে ঘুরবে, তখন আমার কলিজায় একটা কামড় দিয়ে উঠেছে। একঘণ্টা আমার কাছে দশ ঘণ্টা মনে হয়েছে। আমার গলা শুকিয়ে গেছে, আল্লাহকে ঢেকেছি। আমি তখন বলেছিলাম, পাশে কোনও দেশের বিমানবন্দরে নামানো যায় কিনা, অথবা ব্যাক করো। তখন ওরা (সিভিল এভিয়েশন কর্মকর্তা) বললো, অসুবিধা নেই। জানতে চাইলাম তাদের কাছে ফুয়েল আছে কিনা।  যাই হোক, এ বিমানবন্দরটা (নেপালের ত্রিভুবন বিমানবন্দর) অন্ত ঝুঁকিপূর্ণ।’

দেশের পর্যটক আগমনের হার বেড়েছে মন্তব্য করে বিমানমন্ত্রী বলেন, ‘গড়ে উঠেছে নতুন স্থাপনা ও অবকাঠোমো। গত বছর ৭ লাখ  বিদেশি পর্যটক এদেশে এসেছেন।  তবে এটা নিয়ে বেশি সন্তুষ্ট হওয়ার অবকাশ নেই।’  

অনুষ্ঠান আরও বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (বিক্রয় ও বিপণন) মো. আলী আহসান, ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী ইমরান আসিফ ও বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম প্রমুখ।

 

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া