X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিশ্ব আবহাওয়া দিবস আজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ মার্চ ২০১৮, ১১:২৪আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১১:৪৯

বিশ্ব আবহাওয়া দিবস ২০১৮ ‘ওয়েদার-রেডি, ক্লাইমেট-স্মার্ট’ এই প্রতিপাদ্য নিয়ে আজ ২৩ মার্চ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জীবন ও সম্পদ রক্ষায় আবহাওয়া ও জলবায়ু পরিস্থিতি সম্পর্কে ধারণা গ্রহণের প্রচেষ্টা চালাতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘আধুনিক আবহাওয়া বিদ্যা এবং আইসিটি প্রযুক্তি কার্যকর সতর্কতা ব্যবস্থা জোরদার করবে এবং প্রাকৃতিক বিপর্যয় থেকে প্রাণহানি ও সম্পদের ক্ষতি কমিয়ে আনবে। আবহাওয়া ও জলবায়ু কেবল মানুষের জীবনের ওপরই নয়, পরিবেশেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ তিনি বলেন, ‘বিশ্বের যে কোনও অংশের আবহাওয়া ও জলবায়ুর পূর্বাভাস অন্তর্নিহিতভাবে এক অঞ্চলের সঙ্গে অন্যান্য অঞ্চলের তথ্যের প্রাপ্তির ওপর নির্ভরশীল। বর্তমানে বিশ্বব্যাপী আবহাওয়া ও জলবায়ু নিয়ে উদ্বেগের কারণে বিষয়টিতে জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন, ‘আবহাওয়া সেবার আধুনিকায়ন এবং কার্যকর আগাম সতর্কীকরণ ব্যবস্থার অব্যাহত উন্নয়ন প্রাকৃতিক দুযোর্গে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সহায়তা করবে। সরকার স্থানীয় জনগণ, বিশেষ করে কৃষকদের ও জাতীয় অর্থনীতিতে আবহাওয়া ও জলবায়ু সেবা প্রদান উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা প্রকল্প অনুমোদন করেছে।’

তিনি বলেন, ‘বৈশ্বিক উষ্মতার বাস্তবতার মধ্যে বৈশ্বিক তাপমাত্রা স্থিতিশীল রাখতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জাতিসংঘ জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি এবং এর বিরূপ প্রভাব মোকাবেলায় এসডিজি ১৩টি জরুরি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে বিজ্ঞানভিত্তিক জলবায়ু তথ্য এবং ভবিষ্যৎ সিনারিও জেনারেশন, মৌসুমি পূর্বাভাস এবং স্বল্পমেয়াদী পূর্বাভাস এবং সময়োচিত ডেলিভারি খুবই গুরুত্বপূর্ণ। আগাম সর্তক ব্যবস্থা এবং আমাদের জনগণের স্বাভাবিক জীবনযাত্রার মান উন্নয়নে দুর্যোগঝুঁকি কমিয়ে আনার পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর উন্নত সেবা প্রদানের মাধ্যমে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ সূত্র: বাসস।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
নারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
জরিপের তথ্যনারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের