X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিমান দুর্ঘটনায় আহত কবিরকে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৮, ১৩:২২আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৩:২৭

কবির হোসেন (ফাইল ছবি)

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় আহত কবির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হচ্ছে। আগামীকাল রবিবার (২৫ মার্চ) তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সিঙ্গাপুর পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। শনিবার (২৪ মার্চ) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসিরউদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘আগামীকাল তাকে সিঙ্গাপুর পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিঙ্গাপুরে পৌঁছানো পর্যন্ত চিকিৎসার ব্যবস্থাপনা ঢাকা মেডিক্যালের পক্ষ থেকেই করা হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষের উদ্যোগেই কবিরকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।’

এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘পরিবারের সম্মতিক্রমে তাকে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে।’ শনিবার বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি। শুক্রবার রাত ৯টার পর কবির হোসেনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলেও জানান ডা. সামন্ত লাল সেন।

ঢামেক অধ্যক্ষ ড. আবুল কালাম আজাদ বলেন, ‘ফুসফুস ও লিভারে আঘাতের কারণে উনার (কবির হোসেন) কার্যক্ষমতা কিছুটা কমে গেছে। এছাড়া ফ্র্যাকচার রয়েছে। ঢামেক হাসপাতালে আনার আগে তার নিউমোনিয়া ও জন্ডিসের সমস্যা ছিল, সেগুলো এখন নিয়ন্ত্রণে। এখনও তিনি লাইফ সাপোর্টে আছেন।’

উল্লেখ্য, ১২ মার্চ নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় আহত হন কবির হোসেনসহ ১০ বাংলাদেশি। তাদের মধ্যে তিনিসহ সাত জনের চিকিৎসা চলছে ঢামেক হাসপাতালে। এই সাত জনের জন্য ১৪ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

আরও খবর:  ‘কবিরের অবস্থা ভালো নয়, লাগতে পারে লাইফ সাপোর্ট’

 



 

 

 

/এআইবি/আরজে/এএইচ/
সম্পর্কিত
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের দেরিতে সংসদীয় কমিটির ক্ষোভ
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!