X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইউএস-বাংলা বিমান দুর্ঘটনা: বাংলাদেশের কাছে আরও তথ্য চায় তদন্ত কমিটি

চৌধুরী আকবর হোসেন
২৪ মার্চ ২০১৮, ২২:০৪আপডেট : ২৫ মার্চ ২০১৮, ০৫:০২

 

ইউএস-বাংলা এয়ারলাইনসের বিধ্বস্ত বিমান নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত হওয়া বিমান, সেই ফ্লাইটের পাইলট ও কো-পাইলট সংক্রান্ত আরও তথ্য চায় নেপালে গঠিত তদন্ত কমিটি। একইসঙ্গে সেসব তথ্যের মূল নথিপত্রও চেয়েছে তদন্ত কমিটি। অন্যদিক বিমানটি ব্ল্যাকবক্সের তথ্য সংগ্রহের জন্য এপ্রিল মাসে  কানাডায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তদন্ত কমিটির।

সিভিল এভিয়েশন অথরিটি সূত্র জানায়, তদন্ত কমিটি ইতোমধ্যে নেপালের ত্রিভুবন বিমানবন্দরের  ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। এছাড়া, দুর্ঘটনার দিন বিমানবন্দরটির টাওয়ারের সঙ্গে পাইলটের কথপোকথনের রেকর্ডও সংগ্রহ করেছে। বিমানবন্দরে সেদিন কর্তব্যরত কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি।

সূত্র জানায়, নেপালে গঠিত তদন্ত কমিটি ইতোপূর্বে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলার বিমানটি ও সেই ফ্লাইটের পাইলট ও কো-পাইলট সংক্রান্ত তথ্য চেয়েছিল। এ দুর্ঘটনা তদন্তে নেপালের সরকার ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বাংলাদেশ থেকেও তদন্তে যুক্ত হয়েছেন ৬ সদস্যের একটি দল। ১৮ মার্চ তদন্ত কাজে যোগ দিতে বাংলাদেশে থেকে নেপালে যান এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশ (এএআইজি-বিডি) প্রধান ক্যাপ্টেন সালাহ্উদ্দিন এম রহমতুল্লাহ। নেপালের চাহিদামতো বেশ কিছু তথ্য সেদিন নিয়ে গিয়েছিলেন তিনি। তবে তদন্ত কমিটি আরও তথ্য চেয়েছে বাংলাদেশের সিভিল এভিয়েশনের কাছে, একইসঙ্গে সব তথ্যের মূলকপিও চেয়েছে।

জানা গেছে, কাঠমান্ডু বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষের কথোপকথন ইউটিউবে প্রকাশিত শেষ চার মিনিটের রেকর্ডের আংশিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। একইসঙ্গে উড়োজাহাজটি থেকে উদ্ধার হওয়া ব্ল্যাকবক্স থেকে তথ্য সংগ্রহের জন্য এপ্রিল মাসে কানাডায় পাঠানো প্রস্তুতি নিচ্ছে তদন্ত কমিটির।

এ প্রসঙ্গে নেপাল থেকে টেলিফোনে এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশ (এএআইজি-বিডি) প্রধান ক্যাপ্টেন সালাহ্উদ্দিন এম রহমতুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সব তথ্য-উপাত্ত সংগ্রহ করে একসঙ্গে ঘটনার বিশ্লেষণ করা হবে। এর আগে কোনও কিছুই দিয়ে ঘটনার কারণ ব্যাখ্যা করা সম্ভব না।’ ব্ল্যাকবক্স প্রসঙ্গে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেখানে তথ্য উদ্ধার করতে পাঠানো হবে, তাদের কাছে স্লট খালি পেতে হবে। এটির একটি প্রক্রিয়া রয়েছে।’

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক সিভিল এভিয়েশনের এক কর্মকর্তা বলেন, ‘ইতোপূর্বে নেপালের তদন্ত চাহিদামতো পাইলটের লগবুক, পাইলট লাইসেন্স, কো-পাইলটের ফ্লাইংয়ের অনুমতিসহ পাইলট সংক্রান্ত সব তথ্য ও বিমানের ক্রয়, মেরামত সংক্রান্ত ও বিমানটি সংক্রান্ত অন্য সব পাঠানো হয়েছে। তারা আরও তথ্য চাইলে বাংলাদেশ সহায়তা করবে।’

প্রসঙ্গত, গত ১২ মার্চ সোমবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায়  ২৬ জন বাংলাদেশি নিহত হন।

/এমএনএইচ/
সম্পর্কিত
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের দেরিতে সংসদীয় কমিটির ক্ষোভ
সর্বশেষ খবর
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা