X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিশ্ব পানি দিবস পালন করা হবে ২৭ মার্চ: পানিসম্পদমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৮, ১৬:০৪আপডেট : ২৫ মার্চ ২০১৮, ১৬:০৮

পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু  (ফাইল ছবি)

বিশ্ব পানি দিবস উপলক্ষে সরকারি কর্মসূচি আগামী ২৭ মার্চ (মঙ্গলবার) পালন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। তিনি বলেন, ‘জাতিসংঘ কর্তৃক ঘোষিত বিশ্ব পানি দিবস হলো ২২ মার্চ। কিন্তু বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় ওইদিন সরকারি কর্মসূচি ছিল। তাই আমরা ওইদিন পানি দিবস পালন করতে পারিনি। তাই আগামী ২৭ মার্চ এই দিবসটি পালন করা হবে।’

রবিবার (২৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার উপস্থিত ছিলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘এবারের পানি দিবসের প্রতিপাদ্য বিষয় হলো,  “ ওয়াটার ফর নেচার” অর্থাৎ “পানির জন্য প্রকৃতি”। দিবসটি উপলক্ষে মূল অনুষ্ঠানটি  হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, পানি দিবসের কর্মসূচি পালনের অংশ হিসেবে ২৭ মার্চ সকাল ৭টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা হতে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হবে। পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এই শোভাযাত্রার নেতৃত্ব দেবেন।
দিবসটি উপলক্ষে ব্যাপক পোস্টার, লিফলেট, ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন, প্ল্যাকার্ড, তোরণ নির্মাণ করা হচ্ছে।  ঢাকা মহানগরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে এসব বিতরণ করা হবে। এছাড়া দিবসটি উপলক্ষে ক্রোড়পত্র ও স্মরণিকা প্রকাশ করা হবে।

মন্ত্রী বলেন, ‘ পানিকে সম্পদে পরিণত করতে হবে। এক সময় শ্যালো টিউবওয়েল এবং পরবর্তীতে ডিপ টিউবওয়েল বসিয়ে সুপেয় পানি পাওয়া যেত। কিন্তু এখন তাতেও পানি পাওয়া যাচ্ছে না অনেক জায়গায়। পৃথিবীর অনেক দেশ পানি আমদানি করে। যদিও আমাদের এখনও সেই পরিস্থিতি হয়নি। কাজেই আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন পানির অপচয় না করি , পানিকে দূষণমুক্ত রাখি এবং পানিকে সম্পদে পরিণত করার চেষ্টা করি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এই মন্ত্রণালয়ে যোগ দিয়েছি মাত্র ১৫ দিন হয়েছে। আমার মতো একজন গল্পবাজ লোকের কাছে প্রধানমন্ত্রী কেন যে এই দায়িত্ব দিলেন তা বোঝার চেষ্টা করছি। তিস্তার বিষয়টি দেখার জন্য আলাদা একটি বডি আছে। আমরা একসময় বলি তিস্তায় পানি দিচ্ছে না ভারত, আরেকবার বলি পানি ছেড়ে দিয়েছে। তবে এ বিষয়টি নিষ্পত্তির জন্য পুরনো কাগজপত্র না ঘেঁটে, নতুন তথ্য উপাত্ত সংগ্রহ করে তা নিয়ে আলাপ আলোচনার জন্য কাজ করা উচিত। তিস্তার সমস্যা মাত্র দুই তিন মাসের। বছরের অন্য সময় তিস্তা নিয়ে কোনও সমস্যা হয় না। তবে তিস্তার সমস্যা দুই তিন মাসের জন্য হলেও এটি সেনসিটিভ। অবশ্যই এই তিস্তা সমস্যার সমাধানে কাজ করা উচিত।’
মন্ত্রী বলেন,  ‘২০১৩-১৪ অর্থবছর হতে এখন পর্যন্ত,  এই ৫ বছরে ৪২৪ কিলোমিটার  নদী ড্রেজিং ও পুনর্খনন করা হয়েছে। ৪৯৬ কিলোমিটার সেচ খাল খনন ও পুনর্খনন করা হয়েছে। ১১৯৭ কিলোমিটার নিষ্কাশন খাল পুনর্খনন করা হয়েছে। ২৬৭ কিলোমিটার নদীর তীর সংরক্ষণ করা হয়েছে। ৬৬৪ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। ১৬৯৪ কিমি বাঁধ মেরামত, পুনঃমেরামত এবং উন্নীতকরণ করা হয়েছে।  হাইড্রোলিক স্ট্রাকচার নির্মাণ করা হয়েছে ৫২৯টি। ১৩ টি ক্লোজার নির্মাণ করা হয়েছে। আর ৪০ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমাদের ভিশন হচ্ছে জনগণের জীবনমান উন্নয়নে পানি সম্পদের টেকসই নিরাপত্তা।’

 

/এসআই/এসএসএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়